Tokyo Olympics: কুস্তির কোয়ার্টার ফাইনালে হার ভিনেশ ভোগতের, তবে সুযোগ থাকছে ব্রোঞ্জ জেতার

কোয়ার্টার ফাইনালে হারের সাথে সাথেই সোনা এবং রূপো জয়ের দৌড় থেকে ছিটকে গেছেন ভিনেশ। তবে যদি বেলারুশের ভানেসা ফাইনালে পৌঁছান তবে ভিনেশের সামনে সুযোগ থাকবে ব্রোঞ্জ জেতার।
ভিনেশ ভোগত
ভিনেশ ভোগতছবি ইন্ডিয়া অলস্পোর্টস ট‍্যুইটার হ‍্যান্ডেলের সৌজন্যে

রিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী প্রাক্তন ইউরোপ এবং বিশ্বচ্যাম্পিয়ন সুইডেনের সোফিয়া ম‍্যাটসনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ভোগত। তবে মহিলাদের ফ্রিস্টাইলের ৫৩ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে বেলারুশের ভানেসা কালাদজিনস্কায়ার কাছে হেরে গেলেন শীর্ষ বাছাই ভিনেশ। খেলার ফলাফল বিশ্ব এবং ইউরোপীয়ন চ্যাম্পিয়নশীপে দুটো করে সোনা জয়ী ভানেসার পক্ষে ৯-৩। ভিনেশের হারে হতাশ দেশবাসী।

কোয়ার্টার ফাইনালে হারের সাথে সাথেই সোনা এবং রূপো জয়ের দৌড় থেকে ছিটকে গেছেন ভিনেশ। তবে যদি বেলারুশের ভানেসা ফাইনালে পৌঁছান তবে ভিনেশের সামনে সুযোগ থাকবে ব্রোঞ্জ জেতার। দেশবাসী এখন ভানেসার ফাইনালে ওঠার জন্য তাকিয়ে আছে।

বৃহস্পতিবার মহিলাদের কুস্তিতে ৫৩ কেজি ফ্রি স্টাইলে প্রি কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিলেন ভিনেশ ফোগত। প্রতিপক্ষ ছিলেন প্রাক্তন অলিম্পিক্স ব্রোঞ্জজয়ী সুইডেনের সোফিয়া ম‍্যাটসন। কিন্তু প্রতিপক্ষকে কার্যত দাঁড়ানোরই সুযোগ দেননি ভিনেশ। প্রথম রাউন্ড থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে ৭-১ ব‍্যবধানে সোফিয়া ম‍্যাটসনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি ।

অপরদিকে আজ সকালে মহিলাদের কুস্তির ৫৭ কেজি রেপচেজ বিভাগে রাশিয়ান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ১-৫ ব‍্যবধানে হেরে যান ভারতের অপর এক কুস্তিগীর অংশু মালিক। পদকের দৌড় থেকে ছিটকে যান অংশু।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in