Tokyo Olympics: ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডটকে স্ট্রেট সেটে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে সিন্ধু

এই ম্যাচে প্রথম থেকেই আধিপত্য বিস্তার করেন সিন্ধু। প্রথম সেট ২১-১৫ ব্যবধানে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ভারতীয় শাটলার। ডেনিশ তারকা মিয়া ব্লিচফেল্ডট কার্যত পাত্তাই পায়নি।
সিন্ধু
সিন্ধুছবি সৌজন্যে BFF-এর ট্যুইটার হ্যান্ডল

সিন্ধুর বিজয়রথ অব্যাহত। প্রি-কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডটকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন হায়দরাবাদি শাটলার। রিও অলিম্পিকে রূপো জয়ী সিন্ধুর হাত ধরে টোকিও অলিম্পিকেও পদক জয়ের স্বপ্ন দেখছে দেশবাসী।

এই ম্যাচে প্রথম থেকেই আধিপত্য বিস্তার করেন সিন্ধু। প্রথম সেট ২১-১৫ ব্যবধানে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ভারতীয় শাটলার। ডেনিশ তারকা মিয়া ব্লিচফেল্ডট কার্যত পাত্তাই পায়নি। ২১-১৩ ব্যবধানে দ্বিতীয় সেটে দুরন্ত জয়ের সাথে ব্যাডমিন্টন সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান তিনি।

বুধবার প্রি কোয়ার্টার ফাইনালে মাত্র ৩৫ মিনিটেই হংকং-র এনওয়াই চিউং-কে খড়-কুটোর মতো স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে প্রি কোয়ার্টারে পৌঁছে ছিলেন সিন্ধু। দ্বিতীয় রাউন্ডে খেলার ফলাফল সিন্ধুর পক্ষে ছিলো ২১-৯, ২১-১৬। আজ প্রি কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয়ের সাথে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন তিনি।

ডবলসে সাত্যিক-চিরাগ জুটির হেরে যাওয়ার পর সিঙ্গেলসে সিন্ধুই দেশের ভরসা। তাঁর হাত ধরে টোকিও অলিম্পিকে ও পদক জয়ের স্বপ্ন দেখছে আসমূদ্র হিমাচল। ভারত এখনও পর্যন্ত টোকিও অলিম্পিকে একটি পদকই জিতেছে। ভারোত্তলক সাঁইখোম মীরাবাঈ চানু রূপো জিতেছেন ৪৯ কেজি ক্যাটাগরিতে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in