Tokyo Olympics: যোগ্যতা নির্ণয়ের জন্য ভারতীয় পুরুষ ও মহিলা রিলে দলের সামনে শেষ সুযোগ

টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করার জন্য ভারতীয় পুরুষ ও মহিলা রিলে দলের সামনে শেষ সুযোগ। শুক্রবার থেকে পাতিয়ালায় শুরু হওয়া ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপ থেকেই এই যোগ্যতামান নির্ধারণ করা হবে।
ভারতীয় মহিলা রিলে দল
ভারতীয় মহিলা রিলে দলফাইল ছবি সংগৃহীত

টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করার জন্য ভারতীয় পুরুষ (৪ X ৪০০ মিটার) ও মহিলা (৪ X ১০০ মিটার) রিলে দলের সামনে শেষ সুযোগ। শুক্রবার থেকে পাতিয়ালায় শুরু হওয়া ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপ থেকেই এই যোগ্যতামান নির্ধারণ করা হবে। আগামী ২৯ জুন পর্যন্ত টোকিও অলিম্পিক্সে যোগ দেবার শেষ সুযোগ থাকছে।

মহিলাদের ৪ X ১০০ মিটার রিলে দলে আছেন দ্যুতি চাঁদ, হিমা দাস, অর্চনা সুশেদ্রন এবং এস ধনলক্ষী। অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য ন্যূনতম সময় ধরা হয়েছে ৪৩.০৫ সেকেন্ড। আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়া অলিম্পিক্সে অংশ নিতে গেলে বিশ্ব র‍্যাঙ্কিং-এ প্রথম ১৬ দলের মধ্যে আসতে হবে। ভারতের স্থান বর্তমানে ২০ তম।

গত সোমবার পাতিয়ালায় অনুষ্ঠিত ইন্ডিয়ান গ্রা প্রি -৪ এ ভারতীয় দল সময় করেছে ৪৩.৩৭ সেকেন্ড। যা এই মুহূর্তে জাতীয় রেকর্ড। এর আগের রেকর্ড ছিলো ৪৩.৪২ সেকেন্ড। যদিও অলিম্পিক্স যোগ্যতামানের চেয়ে তা অনেকটাই বেশি।

এর পাশাপাশি পুরুষদের ৪ X ৪০০ মিটার রিলে দলের পক্ষেও জাপানের টিকিট পাওয়া কিছুটা দুঃসাধ্য। গত সোমবার পাতিয়ালার ইন্ডিয়ান গ্রা প্রি ৪-এ ভারতীয় পুরুষ দল সময় করেছে ৩ মিনিট ০২.৬১ সেকেন্ড । যদিও অলিম্পিকের যোগ্যতামানে পৌঁছানোর জন্য ভারতীয় দলকে দৌড়তে হবে ৩ মিনিট ০২.৫০ সেকেন্ডের নীচে। ভারতীয় পুরুষ দলে আছে আনাস ইয়াহিয়া, আমজ জ্যাকব, আরোকিয়া রাজীব এবং নোয়া নির্মল। ৪ ৪০০ মিটার রিলেতে ভারতীয় পুরুষ দলের বিশ্ব র‍্যাঙ্কিং ১৬।

কোভিডের কারণে দুটি আলাদা আলাদা জায়গায় এই ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। যার একটি হল পাঞ্জাব ইউনিভার্সিটি এবং অন্যটি হল ন্যাশনাল ইন্সটিটিউট অফ স্পোর্টস ক্যাম্পাস।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in