Tokyo Olympics: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারতীয় হকি দল

রিও অলিম্পিকে সোনা জয়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারলো ভারতের হকি দল। আর এই জয়ের সাথে সাথেই পুরুষদের হকিতে পুল-এ থেকে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন মনপ্রীত সিংরা।
Tokyo Olympics: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারতীয় হকি দল
ছবি সৌজন্যে Hockey India-র ট্যুইটার হ্যান্ডল

রিও অলিম্পিকে সোনা জয়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারলো ভারতের হকি দল। আর এই জয়ের সাথে সাথেই পুরুষদের হকিতে পুল-এ থেকে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন মনপ্রীত সিংরা।

পুল এ-র গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছিলো ভারত। তবে দ্বিতীয় ম্যাচে এসে বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হয় ম্যান ইন ব্লুদের। কিন্তু অজিদের কাছে সাত গোল হজম করার পর ভারতীয় দল পরপর দুই ম্যাচে যেভাবে প্রদর্শন করলেন তাতে উচ্ছ্বাসিত ভারতীয় ক্রীড়া মহল। স্প্যানিশদের ৩-০ গোলে হারানোর পর এবার রিওতে সোনা জয়ী আর্জেন্টিনা কে ৩-১ গোলে হারিয়েছে ভারত।

ভারত এই ম্যাচে তৃতীয় কোয়ার্টারে প্রথম গোলের দেখা পায়। পেনাল্টি কর্ণার থেকে গোল করে দলকে এগিয়ে দেন বরুণ কুমার। চতুর্থ কোয়ার্টারে লড়াই হয় হাড্ডা হাড্ডি। কিন্তু ৫৮ ও ৫৯ মিনিটে পরপর দুটি গোল করে ভারতকে নিশ্চিত জয় এনে দেন যথাক্রমে বিবেক প্রসাদ এবং হরমনপ্রীত সিং।

অন্যদিকে ব্যাডমিন্টনের সিঙ্গেলসে দুরন্ত জয়ের সাথে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন রিও অলিম্পিকে ভারতকে রূপো এনে দেওয়া হায়দরাবাদি শাটলার পিভি সিন্ধু। ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডটকে স্ট্রেট সেটে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন সিন্ধু। সিন্ধুর পক্ষে ম্যাচের ফলাফল ২১-১৫, ২১-১৩।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in