Tokyo Olympics: লজ্জার হার! হকিতে ভারতকে ৭-১ গোলে হারাল অস্ট্রেলিয়া

ভারতীয় দলের কাছে পুল পর্বে এখনও তিনটি ম্যাচ হাতে রয়েছে। আর্জেন্টিনা, স্পেন এবং জাপানের বিপক্ষে খেলবেন মনপ্রীতরা।
Tokyo Olympics: লজ্জার হার! হকিতে ভারতকে ৭-১ গোলে হারাল অস্ট্রেলিয়া
ছবি- টুইটার

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে মুখ থুবড়ে পড়লো ভারতীয় হকি দল। অলিম্পিকে পুল এ ম্যাচে হলুদ জার্সিধারীদের কাছে ৭-১ গোলে লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়লো মনপ্রীতরা। এক নম্বর দল অস্ট্রেলিয়া দুরন্ত জয়ে নিজেদের জাত চেনালো। ভারতের হয়ে একটি মাত্র গোল করেন দিলপ্রীত সিং।

অস্ট্রেলিয়ার হয়ে এই ম্যাচে টিম ব্র্যান্ড, জশুয়া বেল্টজ, ড্যানিয়েল জেমস বেল, ফ্লিন অ্যান্ড্রু অগিলভি, জেরিমি থমাস একটি করে গোল করেন। এছাড়া অস্ট্রেলিয়ার হয়ে জোড়া গোল করেন ব্লেক গোভার্স। ভারত এবং অস্ট্রেলিয়া, দুই দলই প্রথম ম্যাচ জিতে এই ম্যাচে মাঠে নেমেছিলো। দুই দলেরই লক্ষ্য ছিলো ম্যাচ জিতে গ্রুপের শীর্ষস্থান দখল করার। যেখানে সফল হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ৩-২ গোলে জয় এসেছিলো দ্য ম্যান ইন ব্লু'দের। অন্যদিকে অস্ট্রেলিয়াও জাপানকে হারিয়ে এসেছিলো ৫ গোল দিয়ে।

ওয়ি স্টেডিয়ামে কার্যত এক তরফা ম্যাচে ভারতকে নাস্তানাবুদ করে ছাড়লো টিম অস্ট্রেলিয়া। এই ম্যাচের প্রথম কোয়ার্টারে ড্যানিয়েল জেমস বেলের গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ভারত পেনাল্টি কর্ণার পেলেও রুপিন্দর কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে আবার পেনাল্টি কর্নারে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এবার গোল করেন জেরিমি থমাস। দ্বিতীয় গোলের ঠিক দু মিনিট বাদেই ফ্লিন অ্যান্ড্রু অগিলভি তৃতীয় গোলটি করেন। জশুয়া বেল্টজ এর ঠিক তিন মিনিট বাদেই অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ গোলটি করে দেন। ভারতীয় দল কার্যত কোণঠাসা হয়ে পড়ে।

তৃতীয় কোয়ার্টারে ভারতের হয়ে একটি মাত্র গোল করেন দিলপ্রীত সিং। তবে দিলপ্রীতের গোলের পরেই পরপর দুটো গোল করে দেয় হলুদ জার্সিধারীরা। পঞ্চম এবং ষষ্ঠ গোলটি করেন ব্লেক গোভার্স। চতুর্থ কোয়ার্টারে ভারতের কফিনে শেষ পেরকটি পুঁতে দেন টিম ব্র্যান্ড। ভারতীয় দলের কাছে পুল পর্বে এখনও তিনটি ম্যাচ হাতে রয়েছে। আর্জেন্টিনা, স্পেন এবং জাপানের বিপক্ষে খেলবেন মনপ্রীতরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in