Tokyo Olympics: ৭ স্টিচ নিয়ে লড়েও হলো না শেষ রক্ষা, কোয়ার্টার থেকে বিদায় নিলেন সতীশ কুমার

বিশ্ব এবং এশিয়ান চ্যাম্পিয়ন উজবেকিস্তানের বাকোদির জালোলভ ৫-০ ব্যবধানে হারান সতীশকে। কোয়ার্টার ফাইনালের বাউট হেরে সুপার হেভিওয়েট (৯১+) ইভেন্ট থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা।
সতীশ কুমার
সতীশ কুমারফাইল ছবি - সৌজন্যে দ্য স্ক্রল

সাতটি সেলাই নিয়েও পদক জয়ের আশায় রিংয়ে নেমেছিলেন সতীশ কুমার। কিন্তু পারলেন না। বিশ্ব এবং এশিয়ান চ্যাম্পিয়ন উজবেকিস্তানের বাকোদির জালোলভ ৫-০ ব্যবধানে হারান সতীশকে। কোয়ার্টার ফাইনালের বাউট হেরে সুপার হেভিওয়েট (৯১+) ইভেন্ট থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা।

ভারতের ইতিহাসে এই প্রথমবার কোনো সুপার হেভিওয়েট বক্সার অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছে। প্রি কোয়ার্টার ফাইনালের বাউটে জামাইকার রিকার্ডো ব্রাউনকে ৪-১ ব্যবধানে হারিয়ে পদক জয়ের স্বপ্নও দেখাতে শুরু করেছিলেন তিনি। তবে এই প্রি কোয়ার্টার ফাইনালের সময়ই আঘাত পান সতীশ। তাঁর ক্ষতয় করা হয় সাতটি সেলাই। স্বাভাবিক ভাবেই সাতটি সেলাই নিয়ে তাঁর রিংয়ে ফেরা নিয়ে ধোঁয়াশা ছিলো। কিন্তু গতকাল বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি অজয় সিং জানান, চিকিৎসকের সম্মতি মিললে সতীশ কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন।

চিকিৎসকরা ছাড়পত্র দিলেন এবং সতীশ নামলেন রিংয়ে। তবে প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর বক্সারের কাছে দাঁড়াতেই পারেননি তিনি। ৫-০ ব্যবধানে হেরে টোকিও অলিম্পিককে বিদায় জানাতে হয় সতীশকে।

আজ বিকেলে চোখ থাকবে পি ভি সিন্ধুর উপর। গতকাল সেমিফাইনালে হেরে সোনা কিংবা রূপো হাতছাড়া করলেও আজ সিন্ধুর হাত ধরে আসতে পারে ব্রোঞ্জ। চীনের হে বিং জিয়াওকে হারালেই ভারতের পদক তালিকায় একটি ব্রোঞ্জ যুক্ত হবে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in