Thomas Cup: ইতিহাস সৃষ্টি ভারতের, ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথম সোনা জয়

ভারতের এই ইতিহাস সৃষ্টিতে উচ্ছ্বসিত ক্রীড়াপ্রেমীরা। টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন বিরাট কোহলি, সেনা নেহওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সহ অনেকেই।
সোনা জয় ভারতের
সোনা জয় ভারতেরছবি সৌজন্যে SAI Media ট্যুইটার হ্যান্ডেল

ব্যাডমিন্টনের ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজেদের নাম খোদাই করে ফেললেন লক্ষ্য সেনরা। ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে থমাস কাপের ৭৩ বছরের গর্বের ইতিহাসে প্রথমবার সোনা জিতলো ভারত। পাঁচটি ম্যাচের মধ্যে প্রথম তিনটি ম্যাচ জিতেই প্রথমবার ব্যাডমিন্টনের বিশ্বকাপ খ্যাত থমাস কাপে সোনা জিতে ইতিহাস লিখলেন লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, সাত্বিক-চিরাগ'রা।

পাঁচ বারের চ্যাম্পিয়ন ডেনমার্ককে হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে আগেই ইতিহাস গড়েছিলো ভারত। তার কারণ ১৯৫২, ১৯৫৯, এবং ১৯৭৯ সালের সেমিফাইনালে উঠলেও এর আগে কোনোদিন ফাইনালে পৌঁছাতে পারেনি টিম ইন্ডিয়া। অবশেষে বহুদিনের কাঙ্খিত স্বপ্ন সফল হলো লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তদের হাত ধরে।

পাঁচ ম্যাচের ফাইনালের প্রথম লড়াইয়ে অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী অ্যান্টনিকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় লক্ষ্য। প্রথম সেটে পিছিয়ে পড়েও অসাধারণ কামব্যাক করে ভারতের জয়ের ভীত গড়ে দেন। ম্যাচের ফলাফল লক্ষ্যের পক্ষে ৮-২১, ২১-১৭, ২১-১৬।

দ্বিতীয় ম্যাচে চিরাগ শেট্টি এবং সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি জুটি মুখোমুখি হয় মহম্মদ এহসান এবং কেভিন সঞ্জয় সুকামুজোর। ডাবলসের প্রথম গেমে হারলেও দ্বিতীয় ও তৃতীয় গেমে দুর্দান্ত কামব্যাক করে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সাত্বিক-চিরাগ'রা। ম্যাচের ফলাফল ভারতীয় জুটির পক্ষে ১৮-২১, ২৩-২১ এবং ২১-১৯।

তৃতীয় ম্যাচে জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে নামেন কিদাম্বি শ্রীকান্ত। ২১-১৫ ব্যবধানে প্রথম গেমে প্রতিপক্ষকে উড়িয়ে দেন তিনি। যদিও একটা সময়ে কামব্যাক করার চেষ্টা করেন জোনাথন। কিন্তু ধৈর্য্য বজায় রেখে ২২ -২১ ফলে দ্বিতীয় গেম জিতে ভারতকে প্রথম সোনা এনে দেন শ্রীকান্ত।

ভারতের এই ইতিহাস সৃষ্টিতে উচ্ছ্বসিত ক্রীড়াপ্রেমীরা। টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন বিরাট কোহলি, সেনা নেহওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সহ অনেকেই।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in