চলতি বছরের ডিসেম্বরে কলকাতায় শুরু হতে পারে আই-লীগ

গতকাল আই লিগের সিইও সুনন্দ ধর এআইএফএফ লীগ কমিটির এক ভার্চুয়াল বৈঠকের পর জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে কলকাতা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে আই লীগ শুরু হবার সম্ভাবনা।
হীরো আই লীগ ট্রফি
হীরো আই লীগ ট্রফিফাইল ছবি, আই লীগের ওয়েবসাইটের সৌজন্যে

চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি কলকাতায় শুরু হতে পারে আই লিগ। শনিবার এআইএফএফ-এর পক্ষ থেকে একথা জানানো হয়েছে। গতকাল আই লিগের সিইও সুনন্দ ধর এআইএফএফ লীগ কমিটির এক ভার্চুয়াল বৈঠকের পর জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে কলকাতা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে আই লীগ শুরু হবার সম্ভাবনা। এই বিষয়ে ইতিমধ্যেই আইএফএ (বেঙ্গল)-এর সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে।

সুনন্দ ধর আরও জানিয়েছেন এবারের আই লীগ হবে ১৩ দলের। এবছর মোট ম্যাচের সংখ্যা হতে পারে ৮০ থেকে ১১৪। গত বছরের ফরম্যাট অনুসারেই এবছরেও আই লীগ অনুষ্ঠিত হবে। প্রতিটি টিমের মধ্যে খেলা হয়ে যাবার পর দুটো গ্রুপে সব টীমকে ভাগ করা হবে। যার মধ্যে প্রথম ৭টি দলের মধ্যে চ্যাম্পিয়নশীপের লড়াই হবে এবং শেষ ৬টি টিমের মধ্যে রেলিগেশন বাঁচানোর লড়াই হবে। এই বছর থেকেই আই লীগে রেলিগেশন চালু হবে। গতবছর কোভিডের কারণে রেলিগেশন চালু করা হয়নি।

সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে আরও জানানো হয়েছে কোভিডের তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে এভাবেই পরিকল্পনা করা হচ্ছে। ওই বিবৃতিতে আরও জানানো হয় আই লীগের কোয়ালিফায়ারের ম্যাচ আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ারের ভ্যেনু হতে পারে বেঙ্গালুরু।

আই লীগ ছাড়াও মহিলাদের ইন্ডিয়ান ওমেনস লীগের বিষয়েও এই বৈঠকে আলোচনা হয়। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে এই প্রতিযোগিতা বাতিল হয়ে গেছিলো। জানা গেছে ওড়িশা স্পোর্টস-এর সঙ্গে আলোচনা করার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in