IND vs AUS: অমীমাংসিত আমেদাবাদ টেস্ট, ২-১ ব্যবধানে সিরিজ জিতলো টিম ইন্ডিয়া

অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে আমদেবাদ টেস্টের প্রথম ইনিংসে ভারত ৫৭১ রান তোলে। পঞ্চম দিনের চা পানের বিরতির পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে।
২-১ ব্যবধানে সিরিজ জিতলো টিম ইন্ডিয়া
২-১ ব্যবধানে সিরিজ জিতলো টিম ইন্ডিয়াছবি - BCCI-র ট্যুইটার
Published on

বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ তথা শেষ টেস্ট শেষ হলো অমীমাংসিত ভাবেই। যার ফলে ২-১ ব্যবধানে বর্ডার-গাভাসকার ট্রফি জিতে নিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৭৫ রান সংগ্রহ করার পরেই ম্যাচ ড্র ঘোষিত হয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে জায়গা করে নেওয়ার পর টেস্ট সিরিজ জিতে নেওয়ায় খুশির হাওয়া এখন রোহিতদের শিবিরে।

অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে আমদেবাদ টেস্টের প্রথম ইনিংসে ভারত ৫৭১ রান তোলে। পঞ্চম দিনের চা পানের বিরতির পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে। শেষ সেশনে অস্ট্রেলিয়ার দলগত স্কোর ১৭৫ রানে পৌঁছালে টেস্ট ড্র বলে ঘোষিত হয়।

নাগপুর এবং দিল্লি টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল ভারত। এরপর ইন্দোরে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। এই টেস্ট জিতলে বর্ডার-গাভাসকার সিরিজও শেষ হতো অমিমাংসীত ভাবেই। তবে আমেদাবাদের পিচে রানের পাহাড় তোলে দুই দলই। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে ১৮০ রানের ইনিংস খেলেন উসমান খোয়াজা এবং ১১৪ রানের ইনিংস খেলেন ক্যামেরন গ্রিন। জবাবে প্রথম ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরি জোড়েন শুবমান গিল (১২৮) এবং বিরাট কোহলি (১৮৬)। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৯০ রানের ইনিংস খেললেন ট্রাভিস হেড। ৬৩ রানে অপরাজিত রইলেন মার্নাস লাবুশানে।

এদিন চা পানের বিরতিতে গিয়ে রোহিত শর্মারা পান বড় খুশির খবর। ক্রাইস্টচার্চে রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় নিউজিল্যান্ড। দুর্দান্ত সেঞ্চুরি জোড়েন কেন উইলিয়ামসন। টেস্টের শেষ বলে এক রান নিয়ে ম্যাচ জেতান তিনি। কিউইদের এই জয়ের ফলে আমেদাবাদে টেস্ট ড্র করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে জায়গা করে নিয়েছে রোহিত বাহিনী। আগামী ৭ ই জুন ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

২-১ ব্যবধানে সিরিজ জিতলো টিম ইন্ডিয়া
উইলিয়ামসনের দাপটে স্বপ্নভঙ্গ শ্রীলঙ্কার, টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in