T20 WC 2021: ৮৪ রানে জয়! নিজেদের আন্তর্জাতিক টি২০-র ইতিহাসে নজির গড়ে সুপার ১২-তে বাংলাদেশ

সাকিব আল হাসান পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে তুলে নিলেন ৪ টি উইকেট। সুবাদে T20 বিশ্বকাপের ইতিহাসে শাহিদ আফ্রিদির সাথে যৌথভাবে সর্বোচ্চ ৩৯ উইকেটের মালিক হয়ে গেছেন সাকিব।
বাংলাদেশের ক্রিকেটাররা
বাংলাদেশের ক্রিকেটাররাছবি টি-২০ ওয়ার্ল্ড কাপ ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

সাকিব ঘূর্ণিতে বিধ্বস্ত পাপুয়া নিউগিনি। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে তুলে নিলেন ৪ টি উইকেট। সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে শাহিদ আফ্রিদির সাথে যৌথভাবে সর্বোচ্চ ৩৯ উইকেটের মালিক হয়ে গেছেন সাকিব। তাসকিন, সাকিব, সৈফুদ্দিনের অনবদ্য বোলিংএর সৌজন্যে পাপুয়া নিউগিনির ইনিংস থেমে যায় ৯৭ রানেই। ৮৪ রানে বড় জয় তুলে নিয়ে নিজেদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বড় রানে জয়ের ইতিহাসও নতুন করে রচনা করলো টাইগাররা।

বাংলাদেশের কাছে হেরে খালি হাতেই টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শেষ করলো পাপুয়া নিউগিনি। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি তিন ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখতে পায়নি। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে হারলেও ওমান এবং পাপুয়া নিউগিনির বিরুদ্ধে জয় তুলে নিয়ে গ্রুপ বি-থেকে সুপার ১২-এর টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে পাপুয়া নিউগিনির হয়ে একমাত্র সম্মানজনক ইনিংস খেলেন কিপলিন ডোরিগা। ৩৪ বলে ৪৬* রানে অপরাজিত রয়েছেন তিনি। এছাড়া দুই অঙ্কের স্কোর বলতে ১১ রান করেন চাদ সোপের। বাংলাদেশের হয়ে সাকিবের ৪ উইকেটের পাশাপাশি জোড়া উইকেট নিয়েছেন সৈফুদ্দিন এবং তাসকিন আহমেদ। একটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান।

আল আমিরাতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা কিনা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। সাকিব আল হাসান, মহম্মদউল্লাহ, লিটন দাস, সৈফুদ্দিনের গুরুত্বপূর্ণ ইনিংস টাইগারদের বড় স্কোরে নিয়ে যায়। সাকিব ৩ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৩৭ বলে ৪৬ রান সংগ্রহ করেন। ওপেনার লিটন দাস ২৩ বলে ২৯ রান করে দলকে প্রাথমিক ধাক্কা কাটিয়ে এগিয়ে দেন। মিডিল অর্ডারে বাংলাদেশের রানের ঘোড়া এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন স্বয়ং অধিনায়ক মহম্মদউল্লাহ। ৩ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ২৮ বলে ঝড়ো অর্ধশতরান করেছেন তিনি। শেষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন সৈফুদ্দিন। সৈফুদ্দিনের মাত্র ৬ বলে ১৯ রানের মারকাটারি ইনিংসের দৌলতেই ১৮১ রান স্কোর বোর্ডে অঙ্কিত করতে সক্ষম হয় টাইগাররা।

পাপুয়া নিউগিনির হয়ে এই ম্যাচে দুটি করে উইকেট নিয়েছেন কাবুয়া মোরেয়া, দামেন রাভু এবং আসাদ ভালা। একটি উইকেট নিয়েছেন সিমোন আতাই।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in