T-20 World Cup 22: ডাচদের ১৬ রানে হারিয়ে সুপার ১২-তে জায়গা পাকা শ্রীলঙ্কার

কুশল মেন্ডিসের অনবদ্য ইনিংসের সৌজন্যে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছিল এশিয়া চ্যাম্পিয়নরা। জবাবে ম্যাক্স ও'ডড লড়াকু ইনিংসেও শেষ রক্ষা হয়নি ডাচদের। ১৪৬ রানই তুলতে পেরেছে তারা।
ডাচদের ১৬ রানে হারিয়ে সুপার ১২-তে জায়গা পাকা শ্রীলঙ্কার
ডাচদের ১৬ রানে হারিয়ে সুপার ১২-তে জায়গা পাকা শ্রীলঙ্কারছবি সৌজন্যে আইসিসি টুইটার হ্যান্ডেল

ডাচদের হারিয়ে সুপার-১২-তে জায়গা পাকা করলো শ্রীলঙ্কা। বৃহস্পতিবার জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়েছে দ্বীপরাষ্ট্র। কুশল মেন্ডিসের অনবদ্য ইনিংসের সৌজন্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করেছিল এশিয়া চ্যাম্পিয়নরা। জবাবে ওপেনার ম্যাক্স ও'ডড লড়াকু ইনিংসেও শেষ রক্ষা হয়নি ডাচদের। ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানই তুলতে পেরেছে তারা।

জিলংয়ে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুটা ভালো হয়নি দসুন সনাকাদের। ওপেনার পথুম নিশঙ্কা ২১ বল খেলে মাত্র ১৪ রান করে ফিরে যান। তিন নম্বরে ব্যাট করতে নামা ধনঞ্জয় ডি সিলভা রানের খাতাই খুলতে পারেননি। এরপর অবশ্য আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন কুশল মেন্ডিস। আসালাঙ্কা ৩১ রান করেন, আর মেন্ডিস খেলেন ৪৪ বলে ৭৯ রানের এক অসাধারণ ইনিংস।

নেদারল্যান্ডস ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই ব্যাকফুটে যেতে থাকে। একমাত্র ওপেনার ও'ডড ছাড়া কেউই লঙ্কান বোলারদের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ও'ডড ৫৩ বলে ৭১* রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ডাচদের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন স্কট এডওয়ার্ডস(২১)।

শ্রীলঙ্কার হয়ে এই ম্যাচে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ টি উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। জোড়া উইকেট নিয়েছেন মহেশ থিকশানা। একটি করে উইকেট নিয়েছেন লাহিরু কুমারা এবং বিনুরা ফার্নান্দো।

এই জয়ের ফলে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস, দুই দলেরই পয়েন্ট দাঁড়ায় চার। তবে নেট রান রেটের বিচারে সুপার ১২-তে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কাই গ্রুপের শীর্ষে থাকবে কিনা, তা নির্ভর করছে নামিবিয়া বনাম সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচের উপর। এই ম্যাচের ওপর নির্ভর করছে নেদারল্যান্ডসের ভাগ্যও। নামিবিয়া জিতে গেলে শ্রীলঙ্কা দ্বিতীয় হয়ে পরবর্তী পর্যায়ে যাবে। কারণ এখনই নেট রানরেটের নিরিখে শ্রীলঙ্কার থেকে এগিয়ে আছে নামিবিয়া। অন্যদিকে, আমিরশাহি জিতে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশটি। তখন গ্রুপের শীর্ষে থেকে সুপার-১২-তে যাবে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে যাবে নেদারল্যান্ডস।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in