Asia Cup: এশিয়া কাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের, অধিনায়ক সাকিব আল হাসান

এই প্রতিযোগীতায় অংশ নেওয়া ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ 'এ'-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং একটি যোগ্যতা অর্জনকারী দল। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান রয়েছে গ্রুপ 'বি'-তে।
সাকিব আল হাসান
সাকিব আল হাসানফাইল ছবি সংগৃহীত

আসন্ন এশিয়া কাপ, নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের অধিনায়কত্ব তুলে দেওয়া হলো সাকিব আল হাসানের হাতে। শনিবার বিসিবি ঘোষণা করেছে আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড। সাকিবের সাথে এদিন দীর্ঘক্ষণ আলোচনা করার পর অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করেন কর্মকর্তারা। তবে সাকিবের ডেপুটি কে হচ্ছেন তা এখনও জানানো হয়নি বিসিবি তরফে। অন্যদিকে নেতৃত্ব হারানো মহম্মদউল্লাহ বাদ পড়তে পারেন এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে তাঁর উপর আস্থা রেখেছে বোর্ড।

আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে পর্দা উঠছে এবারের এশিয়া কাপ। এই টুর্নামেন্টের ১৫ তম সংস্করণে অংশ নিচ্ছে ছয়টি দেশ(মেইন ইভেন্ট)। গতবার এই টুর্নামেন্টটি ওডিআই ফর্ম্যাটে হলেও এবার তা হতে চলেছে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। মোট সাতবার এই খেতাব জিতেছে টিম ইন্ডিয়া।

এই প্রতিযোগীতায় অংশ নেওয়া ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ 'এ'-তে রয়েছে ভারত ও তার চিরপ্রতিদন্দ্বী পাকিস্তান এবং একটি যোগ্যতা অর্জনকারী দল। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান রয়েছে গ্রুপ 'বি'-তে। প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের সাথে খেলবে এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার ৪ রাউন্ডে যাবে। সুপার ৪ থেকে শীর্ষ দুই দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে।

এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in