সুইস ওপেনের সেমিফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি

কোয়ার্টার ফাইনালে ডেনিশ জুটি জেপ্পে বে এবং লাসে মোলহেদেকে ১৫-২১, ২১-১১, ২১-১৪ ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছেন সাত্ত্বিক-চিরাগ।
সাত্ত্বিক-চিরাগ জুটি
সাত্ত্বিক-চিরাগ জুটিছবি সংগৃহীত

সুইস ওপেনে ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। এই প্রতিযোগিতায় ডবলসের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন এই ভারতীয় জুটি। কোয়ার্টার ফাইনালে ডেনিশ জুটি জেপ্পে বে এবং লাসে মোলহেদেকে ১৫-২১, ২১-১১, ২১-১৪ ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছেন সাত্ত্বিক-চিরাগ।

ডেনিশ জুটির কাছে প্রথম সেটে হারলেও এদিন দুর্দান্ত প্রত্যাবর্তন করেন ভারতের তারকা জুটি। দ্বিতীয় এবং তৃতীয় সেটে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতে না দিয়েই জয় তুলে নেয়। ম্যাচ স্থায়ী হয় ৫৪ মিনিট। শনিবার সেমিফাইনালে মালয়েশিয়ান জুটি ওং ইয়েউ সিন এবং তেও ইয়ের বিরুদ্ধে খেলতে নামবেন সাত্ত্বিক-চিরাগ।

সুইস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন পিভি সিন্ধু। ইন্ডিয়া ওপেন, অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের পর সুইস ওপেনেও ব্যর্থ হয়েছেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় শাটলার। শুক্রবার তাঁকে হারালেন ইন্দোনেশিয়ার পুতরি কুসুমা ওয়ারদানি। ফল সিন্ধুর বিপক্ষে ১৫-২১, ২১-১২ এবং ১৮-২১।

সিন্ধুর বিদায়ের দিনে ছিটকে গিয়েছেন ভারতের আরও দুই শাটলার এইচ এস প্রণয় এবং কিদম্বি শ্রীকান্ত। হংকং-এর চিউক ইউ লির কাছে ২২-২০, ২১-১৭ ফলে স্ট্রেট সেটে হারলেন শ্রীকান্ত। প্রণয়কে হারালেন ফ্রান্সের ক্রিস্টো পোপভ। পোপভের সামনে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে প্রণয়কে। ২১-৮, ২১-৮ ব্যবধানে জিতেছেন ফরাসি তারকা।

সাত্ত্বিক-চিরাগ জুটি
Euro Cup Qualification: জোড়া গোল করেই যাত্রা শুরু অধিনায়ক এমবাপ্পের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in