ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের গোলে ঘরের মাঠে হার বাঁচালো রিয়েল মাদ্রিদ

ভিনিসিয়াস জুনিয়র
ভিনিসিয়াস জুনিয়ররিয়েল মাদ্রিদের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ভিনিসিয়াসের গোলে নিজেদের ঘরের মাঠে হার বাঁচালো স্প্যানিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদ। গতরাতে স্তাদিও আলফ্রেডো ডি স্টেফানোতে রিয়েল সোসিদিয়েদের বিরুদ্ধে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে ড্র করতে সক্ষম হয়েছে জিদানের দল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। এর ফলে শিরোপা জয়ের দৌড়ে বেশ হোঁচট খেলো ভারানে, ক্রুজ, মড্রিচরা। এই ম্যাচের স্কোরলাইন ১-১ গোল।

এদিন প্রথমার্ধে দুই দলই কোনো গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এগিয়ে যায় সোসিদিয়েদ। নাচো মনরিয়েলের বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন পর্তু।

সোসিদিয়েদ তাদের লীড ধরে রাখে ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত। যখন মনে হচ্ছিলো রিয়েল এই ম্যাচে তিন পয়েন্ট খোয়াতে চলেছে তখনই দলকে ভরসা জোগায় ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র। রিয়েলের হয়ে ১০০ তম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন তিনি। দলের হার বাঁচিয়ে সেঞ্চুরির ম্যাচ স্মরণীয় করে রাখলেন তিনি।

এই ড্রয়ের ফলে লীগ টেবিলের তৃতীয় স্থানেই থাকলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট তাদের। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রোনাল্ড ক্যোমেনের বার্সেলোনা। অন্যদিকে এক ম্যাচ কম খেলে রিয়েল ও বার্সার থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে এক পয়েন্ট নিয়ে লীগ টেবিলের পঞ্চম স্থানে রিয়েল সোসিদিয়েদ। তাদের সংগ্রহ ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in