বেনজেমার গোলে বার্নাব্যূতে বিলবাওকে হারালো রিয়েল, নিসের বিপক্ষে গোলই করতে পারলেন না মেসি-এমবাপ্পেরা

রেকর্ড সপ্তম বার ব্যালন ডি’অর খেতাব জিতে ফুরফুরে মেজাজেই লীগ ওয়ানের ম্যাচে নিসের বিপক্ষে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু নিজেদের ঘরের মাঠে দুর্বল নিসের বিরুদ্ধে গোলই করতে পারলেন না লিওনেল মেসিরা।
রিয়েল মাদ্রিদ
রিয়েল মাদ্রিদছবি রিয়েল মাদ্রিদের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে ১-০ গোলে হারিয়ে সান্তিয়াগো বার্নাব্যূতে জয় তুলে নিয়েছে রিয়েল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার এই ম্যাচে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে জয়সূচক গোলটি করেছেন ফরাসী মহাতারকা করিম বেনজেমা। চলতি মরশুমে রিয়েলের জার্সিতে গোলের পর গোল করে যাচ্ছেন বেঞ্জু। গতরাতে ম্যাচের ৪০ মিনিটে ক্রোয়েট মিডফিল্ডার লুকা মড্রিচের পাস থেকে গোল করে রিয়েলকে জয় এনে দেন তিনি। চলতি লা লিগায় এখনও পর্যন্ত ১২ টি গোল করে ফেলেছেন বেনজেমা। বিলবাওকে হারিয়ে শীর্ষস্থান আরোও মজবুত করেছে কার্লো আনচেলোত্তির দল। ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।

রেকর্ড সপ্তম বার ব্যালন ডি’অর খেতাব জিতে ফুরফুরে মেজাজেই লীগ ওয়ানের ম্যাচে নিসের বিপক্ষে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। চোটের কারণে দলে নেইমার ছিলেন না। তারকা খচিত দলে বাকি সবাই ছিলেন। কিন্তু নিজেদের ঘরের মাঠে দুর্বল নিসের বিরুদ্ধে গোলই করতে পারলেন না লিওনেল মেসিরা। গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে প্যারিসিয়েনদের। যদিও পয়েন্ট খোয়ানোর এই প্রভাব লীগ ওয়ানের পয়েন্ট টেবিলে পিএসজির ওপর কোনো প্রভাব ফেলছে না। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ির পয়েন্ট ১৫ ম্যাচে ২৯।

অন্যদিকে ইতালিয়ান লীগ সিরি আ'তে গতরাতে মাঠে নেমেছিলো সান সিরোর দুই ক্লাব ইন্টার মিলান এবং এসি মিলান। দুই দলই কাঙ্খিত জয় অর্জন করেছে। রবার্টো গাগলিয়ার্দিনি এবং লউটারো মার্টিনেজের গোলে স্পেজিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার। অপরদিকে জুনিয়র মেসিয়াসের জোড়া গোল এবং জলাটান ইব্রাহিমোভিচের একটি গোলে জেনোয়াকে ৩-০ গোলে হারিয়েছে এসি মিলান।

ইতালিয়ান লীগ সিরি আ'তে বর্তমানে লীগ টেবিলের শীর্ষে রয়েছে নাপোলি। গতরাতে সাসৌল্লোর বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করার পর নাপোলির পয়েন্ট ১৫ ম্যাচে ৩৬। ১৫ টি করে ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এসি মিলান এবং ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইন্টার। ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আটলান্টা।

রিয়েল মাদ্রিদ
LaLiga: বেনজেমা-ভিনিসিয়াস জাদুতে সেভিয়াকে হারিয়ে শীর্ষস্থান আরোও মজবুত করলো রিয়াল মাদ্রিদ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in