Ranji Trophy: ১০০৮ রানের লীড! বম্বের ৭৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস ঝাড়খণ্ডের

এর আগে কোনো দলই ম্যাচের প্রথম অথবা দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের তুলনায় ১০০০ বা তারও বেশি রানে এগিয়ে থাকেনি। এই প্রথম এমন কীর্তি রচনা করেছে ঝাড়খণ্ড।
রঞ্জি ট্রফি
রঞ্জি ট্রফিছবি সংগৃহীত

রঞ্জি ট্রফিতে ৭৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করলো ঝাড়খণ্ড। ইডেনে নাগাল্যান্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে নজির গড়লেন সৌরভ তিওয়ারিরা। এর আগে কোনো দলই ম্যাচের প্রথম অথবা দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের তুলনায় ১০০০ বা তারও বেশি রানে এগিয়ে থাকেনি। এই প্রথম এমন কীর্তি রচনা করেছে ঝাড়খণ্ড। ইডেনে দ্বিতীয় ইনিংসে নাগাল্যান্ডকে ১০০৮ রানের লীড দিয়ে সর্বকালীন রেকর্ড গড়ে তারা।

প্রথম ইনিংসের লীড ও দ্বিতীয় ইনিংসের স্কোর মিলিয়ে এর আগে কোনও দলকে প্রতিপক্ষের তুলনায় এক হাজারের বেশি রানে এগিয়ে থাকতে দেখা যায়নি। এর আগে দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষকে সবচেয়ে বেশি রানের লীড দেওয়ার রেকর্ড ছিলো বম্বের(মুম্বই) অধীনে। ১৯৪৮-৪৯ মরশুমে তারা দ্বিতীয় ইনিংসে এগিয়ে ছিল ৯৫৮ রানে। ১৯৮৭-৮৮ মরশুমে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৮৮১ রানের লীড দিয়েছিলো তামিলনাড়ু।

চলতি মরশুমে বম্বের সেই ৭৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো ঝাড়খণ্ড। সৌরভ তিওয়ারিদের প্রথম ইনিংসে ৮৮০ রানের জবাবে নাগাল্যান্ড অল আউট হয়ে যায় মাত্র ২৮৯ রানে। দ্বিতীয় ইনিংসে ঝাড়খণ্ড ৬ উইকেটে ৪১৭ রান তুলে ইনিংস ডিক্লিয়ার করে। তাই প্রথম ইনিংসের ৫৯১ রান লীড এবং দ্বিতীয় ইনিংসের ৪১৭ রান মিলিয়ে রেকর্ড ১০০৮ রানের লীড নাগাল্যান্ডকে দেয় তিওয়ারিরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in