উইম্বলডন, টোকিও অলিম্পিক থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল

আসন্ন উইম্বলডন এবং টোকিও অলিম্পিক থেকে নিজের নাম তুলে নিলেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। বৃহস্পতিবার নিজেই এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন রাফা।
রাফায়েল নাদাল
রাফায়েল নাদালফাইল ছবি - রাফায়েল নাদালের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ফেঞ্চ ওপেনের সেমিফাইনালে পরাজিত হয়েছিলেন নোভাক জকোভিচের কাছে। এবার আসন্ন উইম্বলডন এবং টোকিও অলিম্পিক থেকে নিজের নাম তুলে নিলেন ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। বৃহস্পতিবার নিজেই এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন রাফা।

এদিনের ট্যুইটে ৩৫ বছর বয়সী রাফায়েল নাদাল লেখেন – আমি সিদ্ধান্ত নিয়েছি এবারের উইম্বলডন এবং টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করবো। এই সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ ছিলো না। কিন্তু আমার শরীরের কথা ভেবে এবং আমার দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আমি মনে করি এটাই সঠিক সিদ্ধান্ত।

এক বার্তায় নাদাল তাঁর সমর্থকদের উদ্দেশ্যে জানিয়েছেন, আমি চাই আমার টেনিস জীবন আরও দীর্ঘয়িত করতে। নিজের সেরাটা দিতে। কিন্তু আসন্ন এই টুর্নামেন্টে খেলার জন্য আমার শরীর সঙ্গ দিচ্ছে না।

বর্তমানে বিশ্ব র‍্যাঙ্কিং-এ তৃতীয় স্থানে থাকা রাফায়েল নাদাল ১৩ বার ফেঞ্চ ওপেন সিঙ্গলস চ্যাম্পিয়ন হয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন জয়ী হয়েছেন ১ বার। ইউ এস ওপেন খেতাব জিতেছেন ৪ বার এবং উইম্বলডন জিতেছেন ২ বার। এছাড়াও দলগত ভাবে পাঁচ বার ডেভিস কাপ জয় করেছেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in