Syed Modi India International 2022: স্বদেশীয় মালবিকাকে হারিয়ে খেতাব জিতলেন পি ভি সিন্ধু

ন্ডিয়া ওপেনে সাইনা নেহওয়ালকে হারিয়ে সাড়া জাগিয়েছিলেন ২০ বর্ষীয় তরুণী মালবিকা। তবে সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টনের ফাইনালে সিন্ধুকে হারাতে পারলেন না তিনি।
পি ভি সিন্ধু
পি ভি সিন্ধুছবি প্রমোদ ভগতের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

স্বদেশীয় শাটলার মালবিকা বানসোদকে স্ট্রেট সেটে হারিয়ে সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেতাব জিতে নিলেন পিভি সিন্ধু। ইন্ডিয়া ওপেনে সাইনা নেহওয়ালকে হারিয়ে সাড়া জাগিয়েছিলেন ২০ বর্ষীয় তরুণী মালবিকা। তবে সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টনের ফাইনালে সিন্ধুকে হারাতে পারলেন না তিনি। ভারতের হয়ে জোড়া অলিম্পিক পদক জয়ী শাটলার সিন্ধু খেতাব জিতে নিলেন দাপট দেখিয়েই।

ফাইনালে মালবিকাকে হারাতে বিশেষ কিছু করতেই হয়নি সিন্ধুকে। বাবু বেনারসী ইন্ডোর স্টেডিয়ামে প্রথম গেম ২১-১৩ ব্যবধানে জিতে নেন তিনি। দ্বিতীয় গেমে হাড্ডা হাড্ডি লড়াইয়ে শুরুটা হলেও ২৬ বর্ষীয় হায়দরাবাদি শাটলার নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২১-১৬ ব্যবধানে জিতে নেন। ফাইনালে মাত্র ৩৫ মিনিটের লড়াইয়ে শিরোপা জয় করেন সিন্ধু।

২০১৭ সালে প্রথমবার এই টুর্নামেন্ট জিতেছিলেন সিন্ধু। এবার আবারও সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেতাব জিতে নিলেন রিও অলিম্পিকে রূপো এবং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু। এই নিয়ে দ্বিতীয়বার এই সম্মান জিতলেন তিনি।

করোনা জর্জরিত টুর্নামেন্টে মহিলাদের ফাইনাল অনুষ্ঠিত করা হলেও পুরুষদের ফাইনাল অনুষ্ঠিত করা যায়নি। পুরুষদের ফাইনালে দুই ফরাসী শাটলার আর্নাউদ মার্কলে এবং লুকাস ক্ল্যারবাউটের মুখোমুখি হওয়ার কথা ছিলো। তবে জানা গিয়েছে দুই ফাইনালিস্টের মধ্যে একজন করোনা আক্রান্ত। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি আন্তর্জাতিক ব্যাডমিন্টন সংস্থার তরফে। পরে জানানো হবে এই ম্যাচে অপর প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করা হবে নাকি দু’জনেই যুগ্ম ভাবে বিজয়ী হবেন।

পি ভি সিন্ধু
EPL: ওয়েস্ট হ্যামকে হারিয়ে ম্যান ইউর জয়, সাউদাম্পটনের কাছে পয়েন্ট খোয়ালো ম্যান সিটি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in