Syed Modi India International 2022: ফাইনালে পৌঁছে গেলেন পি ভি সিন্ধু

রাশিয়ান তারকা এভগানিয়া কোসেত্‍স্কায়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নেমেছিলেন সিন্ধু। প্রথম রাউন্ডে হারের পর চোটের কারণে ম্যাচ ছেড়ে চলে যান কোসেত্‍স্কায়ার।
পি ভি সিন্ধু
পি ভি সিন্ধুছবি BAI Media ট্যুইটারের সৌজন্যে

সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের তারকা শাটলার পি ভি সিন্ধু। রাশিয়ান তারকা এভগানিয়া কোসেত্‍স্কায়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নেমেছিলেন সিন্ধু। প্রথম রাউন্ডে হারের পর চোটের কারণে ম্যাচ ছেড়ে চলে যান কোসেত্‍স্কায়ার। যার ফলে পুরো ম্যাচ না খেলেই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলেন দু’বারের অলিম্পিকজয়ী ভারতীয় শাটলার।

এদিন শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন হায়দরাবাদি শাটলার। প্রথম গেমে রাশিয়ান প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ২১-১১ ব্যবধানে জয় পান সিন্ধু। এরপরেই চোটের কবলে পড়েন এভগানিয়া। খেলার মতো অবস্থায় ছিলেন না তিনি। প্রথম গেমের পরেই সরে দাঁড়ান রাশিয়ান শাটলার। এর আগে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সুপানিদা কাথেথংকে হারিয়ে সেমিতে পৌঁছেছিলেন সিন্ধু। তাঁর কাছেই ইন্ডিয়ান ওপেনের সেমিফাইনালে হেরে গিয়েছিলেন ভারতের অলিম্পিক পদক বিজয়ী। সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেই হারের মধুর বদলা নেওয়া হয়ে গিয়েছে সিন্ধুর। এবার লক্ষ্য শিরোপা জয়ের।

২০১৭ সালে প্রথম এবং শেষবার এই খেতাব জিতেছিলেন সিন্ধু। এবার আবারও এই খেতাব জয়ের হাতছানি তাঁর সামনে। ফাইনালে সিন্ধু মুখোমুখি হবেন মালবিকা বানসোদের বিপক্ষে। সদ্য সমাপ্ত ইন্ডিয়া ওপেনে সাইনা নেহওয়ালকে হারিয়ে সাড়া জাগিয়েছেন অনামী মালবিকা।

সেমিফাইনালে ২০ বর্ষীয় মালবিকা বানসোদ স্বদেশীয় শাটলার অনুপমা উপাধ্যায়কে ১৯-২১, ২১-১৯, ২১-৭ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে সিন্ধু ফেভারিট হলেও মালবিকাকে সহজ প্রতিপক্ষ হিসেবে নেওয়া যাচ্ছে না। মালবিকা অঘটন ঘটাতে পারেন কিনা তা সময়ই বলবে।

পি ভি সিন্ধু
IPL 2022: মেগা নিলামে নেই ক্রিস গেইল, বেন স্টোকস, জোফরা আর্চার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in