CFL: ডার্বির আগে বাড়তি অক্সিজেন, এফসিআইকে ৫-০ গোলে হারালো মোহনবাগান

সুহেল ভাট ও সুমিত রাঠিকে নামায়নি সবুজ মেরুন ব্রিগেড। ফলে প্রথম দিকে কিছুটা ছন্নছাড়াই লাগছিল টিম বাগানকে। গোলের মুখই খুলছিল না। তবে ম্যাচের ২৭ মিনিটে রাজের গোলে এগিয়ে যায় মোহনবাগান।
আজকের ম্যাচের মুহূর্ত
আজকের ম্যাচের মুহূর্তছবি - মোহনবাগানের ফেসবুক পেজ

বৃহস্পতিবার কলকাতা লিগের ম্যাচে এফসিআইকে ৫-০ গোলে হারালো মোহনবাগান। যার ফলে ডার্বির আগে বাড়তি অক্সিজেন পেলো সবুজ-মেরুন শিবির।

এদিন সুহেল ভাট ও সুমিত রাঠিকে নামায়নি সবুজ মেরুন ব্রিগেড। ফলে প্রথম দিকে কিছুটা ছন্নছাড়াই লাগছিল টিম বাগানকে। গোলের মুখই খুলছিল না। তবে ম্যাচের ২৭ মিনিটে রাজের গোলে এগিয়ে যায় মোহনবাগান। দুর্দান্ত ফিনিশ করে গোলের খাতা খোলেন কল্যানীর ছেলে রাজ।

এরপরে একাধিক সুযোগ এলেও গোলের দেখা পাওয়া যাচ্ছিল না। প্রথমার্ধের খেলা শেষে অতিরিক্ত ৩ মিনিট দেওয়া হয়। এরপরেই ভিয়ানের গোলে ২-০ করে মোহনবাগান। টাইসন গতি বাড়িয়ে পাশ দেয় সেখান থেকে গোল করেন ভিয়ান।

ম্যাচের ৫৬ মিনিটে নাওরেমের গোলে ৩-০ করে মোহনবাগান। একটা ভুল পাশ খেলেন এফসিআই-র ফুটবলাররা। মাঠের ডান দিক থেকে বল পান নাওরেম। এবং সেখান থেকে ফিনিশ করেন তিনি। আর দীপ্পেন্দুর গোলে ৪-০ করে মোহনবাগান। ম্যাচের ৮৩ মিনিটে ব্যাক হেড দিয়ে গোল করলেন তিনি।

অতিরিক্ত সময়ের ৯২ মিনিটে বিপক্ষের জালে বল জড়ান বাগানের টাইসন। ফলাফল হয় ৫-০। এদিন দলের খেলা একইসঙ্গে বসে দেখলেন হেড কোচ হুয়ান ফেরান্দ ও টিডি আন্তেনিও লোপেজ হাবাস।

আজকের ম্যাচের মুহূর্ত
ICC World Cup 2023 Schedule: ৩৬ বছর পর ফের দেওয়ালির দিন টিম ইন্ডিয়ার ম্যাচ, বিপক্ষে পাকিস্তান
আজকের ম্যাচের মুহূর্ত
Durand Cup: ডার্বির টিকিটের হাহাকার! কখন কোথায় পাওয়া যাবে ডার্বির টিকিট? জেনে নিন

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in