তিন বছরের নতুন চুক্তিতে ২০২৪ সাল পর্যন্ত রিয়েল মাদ্রিদেই থাকছেন লুকাস ভাসকেস

গত মরশুমে লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে ৩৪টি ম্যাচ খেলেছেন ভাসকেস। এপ্রিলে এল ক্লাসিকোতে বার্সেলোনার বিরুদ্ধে ২-১ গোলে জয়ের রাতেই হাঁটুতে চোট পান এই ২৯ বর্ষীয় তারকা।
লুকাস ভাসকেস
লুকাস ভাসকেসছবি সংগৃহীত

লুকা মড্রিচের পর এবার লুকাস ভাসকেসের সঙ্গে চুক্তি নবায়ন করলো স্প্যানিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদ। গত মাসে ক্রোয়েট মিডফিল্ডারের সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করেছে রিয়েল। এবার স্প্যানিশ তারকা লুকাস ভাসকেসের সঙ্গে আরোও তিন বছরের নতুন চুক্তি করেছে ব্ল্যাঙ্কোসরা। ২০২৪ সাল পর্যন্ত সান্টিয়াগো বার্নাব্যূতে থাকছেন ভাসকেস।

রিয়েলের যুব একাডেমির ছাত্র ভাসকেস ২০১৫ সালে প্রথম রিয়েলের সিনিয়র দলের জার্সিতে মাঠে নামেন। এরপর থেকে ক্লাবের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেন এই উইঙ্গার। উইংএ খেললেও গত মরশুমে রাইট-ব্যাক হিসেবেই দেখা যায় তাঁকে। তার কারণ গত মরশুমে ড্যানি কারভাহালকে খুব বেশি ম্যাচে দল পায়নি।

গত মরশুমে লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে ৩৪ টি ম্যাচ খেলেছেন ভাসকেস। এপ্রিলে এল ক্লাসিকোতে বার্সেলোনার বিরুদ্ধে ২-১ গোলে জয়ের রাতেই হাঁটুতে চোট পান এই ২৯ বর্ষীয় তারকা। জিদানের অধীনে বাকি মরশুমটা বেঞ্চেই কাটাতে হয়।

মড্রিচের পর এবার ভাসকেসেরও সাথে চুক্তি বৃদ্ধি করা হয়েছে। তবে রিয়েল অধিনায়ক সার্জিও রামোসের চুক্তি বৃদ্ধি নিয়ে কোনো খবর নেই। এই মাসের শেষেই রামোসের চুক্তি শেষ হচ্ছে। রিয়েলেই থাকবেন নাকি অন্য ক্লাবে পাড়ি দেবেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in