La Liga: বার্সেলোনা অ্যাটলেটিকো ড্র - আজ জিতলেই লীগ টেবিলের শীর্ষে রিয়েল মাদ্রিদ

লা লিগায় গাণিতিক সমীকরণ অনুযায়ী প্রথম চার দলের মধ্যে যে কোনো দল জিততে পারে খেতাব। তাই অ্যাটলেটিকো, বার্সেলোনা, রিয়েল এবং সেভিয়ার প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।
La Liga: বার্সেলোনা অ্যাটলেটিকো ড্র - আজ জিতলেই লীগ টেবিলের শীর্ষে রিয়েল মাদ্রিদ
এফ সি বার্সেলোনার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

স্প্যানিশ লা লিগার উত্তেজনা ক্রমশই বেড়ে চলেছে। গতরাতে নূ ক্যাম্পে মাঠে নেমেছিলো শিরোপার দৌড়ে থাকা দুই দল বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। যেই দল জিততো তারা চলে যেতো লীগ টেবিলের শীর্ষে এবং ট্রফি জয়ের রাস্তা অনেকটাই সহজ হয়ে যেতো। কিন্তু রোমহর্ষক ম্যাচ শেষ হয়েছে গোল শূন্য ড্র এর মাধ্যমে। এর ফলে সবচেয়ে অ্যাডভান্টেজ যারা পেলো তারা হলো জিনেদিন জিদানের রিয়েল মাদ্রিদ। রবিবার দিবাগত রাতে সেভিয়াকে হারাতে পারলেই রিয়েল পৌঁছে যাবে লীগ টেবিলের শীর্ষে।

লা লিগায় গাণিতিক সমীকরণ অনুযায়ী প্রথম চার দলের মধ্যে যে কোনো দল জিততে পারে খেতাব। তাই অ্যাটলেটিকো, বার্সেলোনা, রিয়েল এবং সেভিয়ার প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। গতরাতে লীগ টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো ৭৬ পয়েন্ট এবং তৃতীয় স্থানে থাকা বার্সা ৭৪ পয়েন্ট নিয়ে মাঠে নেমেছিলো। অ্যাটলেটিকো জিতলেই ট্রফির দৌড়ে অনেকটাই এগিয়ে যেতো। কিন্তু সিমিওনের শাপমুক্তি হলোনা নূ ক্যাম্পে। মেসিদের ঘরের মাঠে জয় অধরাই থাকলো তার। এখনও পর্যন্ত মোট ১৪ টি ম্যাচ ক্যাম্প ন্যূতে খেললেও ৭ টি ড্র এবং ৭ টি হার নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।

দুই দলই সমানভাবে লড়াই চালিয়ে গেছে। অ্যাটলেটিকোর স্লোভানিয়ান গোলরক্ষক জেন ওবলাক এবং বার্সার জার্মান গোলরক্ষক টের স্টেগানের লড়াই ছিলো দেখার মতো। বার্সা ঘরের মাঠে ৫৯ শতাংশ বল দখলে রাখে। অন্যদিকে সুয়ারেজরা দখলে রাখে ৪১ শতাংশ বল।

আজ রিয়েল জিতলেই পৌঁছে যাবে লীগ টেবিলের শীর্ষে। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট পার্থক্য সমান হলেও হেড টু হেডে জয়ের নিরিখে এগিয়ে থাকবে জিদান বাহিনী।

গতরাতে ম্যাচের পর ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমসংখ্যক ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রোনাল্ড ক্যোমেনের বার্সেলোনা। অন্যদিকে ৩৪ ম্যাচে ৭৪ এবং ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রিয়েল মাদ্রিদ এবং সেভিয়া।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in