La Liga: বাজিমাত সিমোনের, এই নিয়ে এগারো বার খেতাব ঘরে তুললো অ্যাটলেটিকো মাদ্রিদ

শনিবার জোস জোরিল্লা স্টেডিয়ামে লীগে নিজেদের শেষ ম্যাচে ভালাদলিডকে ২-১ হারিয়ে জয় হাসিল করে অ্যাটলেটিকো। খেতাবের কাছাকাছি এসেও শূন্য হাতে ফিরতে হল জিনেদিন জিদানের রিয়েল মাদ্রিদকে।
La Liga: বাজিমাত সিমোনের, এই নিয়ে এগারো বার খেতাব ঘরে তুললো অ্যাটলেটিকো মাদ্রিদ
অ্যাটলেটিকো মাদ্রিদের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

লা লিগার খেতাব জয় করলো দিয়োগে সিমোনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০১৩-১৪ সালে শেষবার খেতাব জয় করেছিলো মাদ্রিদ। এই নিয়ে ১১ বার লা লিগা খেতাব নিজেদের ঘরে তুললো অ্যাটলেটিকো। শনিবার জোস জোরিল্লা স্টেডিয়ামে লীগে নিজেদের শেষ ম্যাচে ভালাদলিডকে ২-১ হারিয়ে জয় হাসিল করে অ্যাটলেটিকো। খেতাবের কাছাকাছি এসেও শূন্য হাতে ফিরতে হল জিনেদিন জিদানের রিয়েল মাদ্রিদকে।

৩৮ ম্যাচে ২৬ জয়, ৮ ড্র, ৪ হার নিয়ে লীগ শেষ করেছে মাদ্রিদ। মোট পয়েন্ট ৮৬। অন্যদিকে অ্যাটলেটিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলা জিনেদিন জিদানের রিয়েল মাদ্রিদ সমসংখ্যক ম্যাচে ২৫ জয়, ৯ ড্র ৪ হার নিয়ে লীগ শেষ করে ৮৪ পয়েন্টে।

অ্যাটলেটিকো ক্যাপ্টেন কোকে ম্যাচ শেষে বলেন – দীর্ঘ পথ পেরিয়ে এই সাফল্য, এখন আমরা স্পেনের চ্যাম্পিয়ন দল। চ্যাম্পিয়ন দলকে অভিবাদন জানাতে স্টেডিয়ামের কার পার্কিং-এর জায়গায় বেশ কিছু সমর্থক জড়ো হয়েছিলেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in