লা লিগা: ভিলারিয়ালকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো অ্যাটলেটিকো মাদ্রিদ
অ্যাটলেটিকো মাদ্রিদের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

লা লিগা: ভিলারিয়ালকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো অ্যাটলেটিকো মাদ্রিদ

প্রথমার্ধে আলফানসো পেদ্রাজার আত্মঘাতী গোল এবং দ্বিতীয়ার্ধে জোয়াও ফেলিক্সের গোলে তিন পয়েন্ট অর্জন করতে কোনো অসুবিধা হয়নি অ্যাটলেটিকোর।

স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেলো অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদের ওপর চাপ বাড়িয়ে গতরাতে ভিলারিয়ালকে ২-০ গোলে হারিয়ে ফিরেছে দিয়েগো সিমিওনের দল। প্রথমার্ধে আলফানসো পেদ্রাজার আত্মঘাতী গোল এবং দ্বিতীয়ার্ধে জোয়াও ফেলিক্সের গোলে তিন পয়েন্ট অর্জন করতে কোনো অসুবিধা হয়নি অ্যাটলেটিকোর।

স্প্যানিশ লা লিগায় দুরন্ত গতিতে ছুটছিলো সিমিওনের বিজয়রথ। তবে শেষ দুই ম্যাচে লেভান্তের বিরুদ্ধে পয়েন্ট হারাতে হয় তাদের। লেভান্তের বিপক্ষে প্রথম ম্যাচ ১-১ ব্যবধানে শেষ হয়। দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে জয় ছিনিয়ে নেয় লেভান্তে। এরপর উয়েফা চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লীগের ম্যাচে চেলসির কাছে ১-০ গোলে হেরে অস্বস্তিতে পড়ে সিমিওনেরা। অবশেষে গতরাতে আবার পুরনো ছন্দে ফিরেছে তারা।

ভিলারিয়ালের ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের ২৫ মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো। আলফানসো পেদ্রাজার আত্মঘাতী গোল এগিয়ে দেয় তাদের। দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে। এবার অ্যাটলেটিকোর হয়ে গোলটি করেন ২১ বর্ষীয় পর্তুগীজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স।

গুরুত্বপূর্ণ জয় নিয়ে লীগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো ওবলাক, কোকে, সুয়ারেজ, নিগুইজরা। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা বার্সা খেলেছে ২৫ টি ম্যাচ। মেসিদের পয়েন্ট ৫৩। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in