IND A vs NZ A: কিউই 'এ' দলের বিপক্ষে দুরন্ত হ্যাটট্রিক রোহিতদের দলে ব্রাত্য কুলদীপের

৪৭ তম ওভারে নিজের স্পেলের শেষ বলে হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন কুলদীপ। পরপর তিন বলে আউট করলেন তিন কিউই ক্রিকেটার লোগান ভান বিক (৪), জো ওয়াকার (০) এবং জ্যাকব ডাফি (০)-কে।
কুলদীপ যাদব
কুলদীপ যাদবছবি - কুলদীপ যাদবের ট্যুইটার হ্যান্ডেল

নিউজিল্যান্ডের 'এ' দলের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন রোহিতদের দলে ব্রাত্য ক্রিকেটার কুলদীপ যাদব। রবিবার চেন্নাইয়ে কিউই 'এ' দলের বিরুদ্ধে ভারতীয় 'এ' দলের হয়ে খেলতে নামেন তিনি। ইনিংসের ৪৭ তম ওভারে বল হাতে কার্যত ম্যাজিক দেখালেন কানপুরের ২৭ বছরের এই বাঁ হাতি স্পিনার। ২০১৭ সালে ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে দেশের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন কুলদীপ। এবার কিউই 'এ' দলের বিপক্ষেও হ্যাটট্রিকের কীর্তি তাঁর।

৪৭ তম ওভারে নিজের স্পেলের শেষ বলে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন কুলদীপ। পরপর তিন বলে আউট করলেন তিন কিউই ক্রিকেটার লোগান ভান বিক (৪), জো ওয়াকার (০) এবং জ্যাকব ডাফি (০)-কে। এদিন হ্যাটট্রিক সহ মোট ৫১ রান দিয়ে ৪ টি উইকেট নেন কুলদীপ। রাহুল চাহার এবং ঋষি ধাওয়ান নিয়েছেন ২'টি করে উইকেট। এছাড়াও উমরান মালিক, রাজ বাওয়া ১টি করে উইকেট নিয়েছেন।

এই ম্যাচে ৪৭ ওভারে ২১৭ রান অল-আউট হয়ে যায় নিউজিল্যান্ড ‘এ’ দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাচীন রবীন্দ্রর ৬৫ বলে ৬১ রান এবং জো কার্টারের ৮০ বলে ৭২ রানের ইনিংসে ভর করে বড় রানের দিকে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় রানের গতিতে লাগাম পড়ে।

২২০ রানের লক্ষ্য তাড়া করতে নামা সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন ইন্ডিয়া 'এ' দল ৩৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান করে ম্যাচ জিতে নেয়। ভারতের হয়ে এই ম্যাচে ওপেন করতে নেমে ৪৮ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন পৃথ্বী শ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in