Juventus: এক মরশুমেই পিরলোর বিদায়, প্রত্যাবর্তন মাসিমিলিয়ানো আলেগ্রির

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত জুভেন্তাসের দায়িত্বে ছিলেন অ্যালেগ্রি। এই সময়টা ছিলো জুভেন্তাসের স্বর্ণযুগ। চ্যাম্পিয়নস লীগ অধরা থাকলেও অ্যালেগ্রির অধীনে সববারই ঘরোয়া লীগ সিরি আ খেতাব ঘরে তুলেছে জুভ।
মাসিমিলিয়ানো আলেগ্রি
মাসিমিলিয়ানো আলেগ্রিজুভেন্তাসের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

এক মরশুম পরেই জুভেন্তাসের দায়িত্ব হারালেন আন্দ্রে পিরলো। তাঁর বদলে বিয়াঙ্কোনেরিদের নতুন ম্যানেজার হিসেবে আসছেন মাসিমিলিয়ানো আলেগ্রি।

গত মরশুমেই ওল্ড লেডিদের দায়িত্ব তুলে দেওয়া হয় পিরলোর হাতে। জুভেন্তাসের প্রাক্তন এই ইতালিয়ান তারকার আগে কোনো সিনিয়র দলের কোচিংএর অভিজ্ঞতা ছিলোনা। তিনি জুভেন্তাসের অনুর্ধ্ব ২৩ দলের দায়িত্ব ছিলেন।

বিয়াঙ্কোনেরিদের সিনিয়র দলের দায়িত্ব নেওয়ার পর এই মরশুমে বিশেষ কিছুই করে দেখাতে পারেনি তিনি। টানা ন'বার সিরি আ জেতা দলের লীগ জয় তো দূরের কথা শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লীগের যোগ্যতা অর্জন করাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিলো। চতুর্থ স্থানে থেকে ঘরোয়া লীগ শেষ করতে হয় তাদের। চ্যাম্পিয়নস লীগেও দ্বিতীয় রাউন্ড থেকে ঘুরে আসতে হয়। শিরোপা জয় বলতে শুধু কোপা ইতালিয়া।

জুভেন্তাসের তরফ থেকে সরকারি ভাবে পিরলোকে বরখাস্ত করা হয়েছে। জুভেন্তাসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে পিরলোর একটি ছবি দিয়ে লেখা হয়েছে, 'থ্যাঙ্ক ইউ ফর এভরিথিং পিরলো'।

পিরলোর জায়গায় তুরিনের বুড়িদের নতুন কোচ হচ্ছেন মাসিমিলিয়ানো আলেগ্রি। এর আগে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত জুভেন্তাসের দায়িত্বে ছিলেন অ্যালেগ্রি। এই সময়টা ছিলো জুভেন্তাসের স্বর্ণযুগ। চ্যাম্পিয়নস লীগ অধরা থাকলেও অ্যালেগ্রির অধীনে সববারই ঘরোয়া লীগ সিরি আ খেতাব ঘরে তুলেছে জুভ। তাই আবারো প্রাক্তন কোচের হাতেই দলের দায়িত্ব তুলে দিচ্ছেন জুভেন্তাস কর্তৃপক্ষ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in