প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০০০ উইকেট শিকার জেমস অ্যান্ডারসনের

সোমবার কেন্টের বিপক্ষে খেলতে নেমে এই অনন্য নজির গড়েন অ্যান্ডারসন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে এই অনন্য কীর্তির জন্য শুভেচ্ছা জানানো হয়েছে ব্রিটিশ তারকাকে।
জেমস অ্যান্ডারসন
জেমস অ্যান্ডারসন ফাইল ছবি, ইউটিউবের সৌজন্যে

ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের মুকুটে নতুন পালক। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০০০ উইকেট শিকার করলেন তিনি। সোমবার কেন্টের বিপক্ষে খেলতে নেমে এই অনন্য নজির গড়েন অ্যান্ডারসন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে এই অনন্য কীর্তির জন্য শুভেচ্ছা জানানো হয়েছে ব্রিটিশ তারকাকে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে এই ম্যাচে মাত্র ৭৪ রানেই প্রথম ইনিংস শেষ হয় কেন্টের। অ্যান্ডারসন ১০ ওভার বল করে ১৯ রান দিয়ে তুলে নেন ৭ টি উইকেট। অ্যান্ডারসনের ১০০০ তম শিকার হন কেন্টের হেইনো কুন।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা বোলার জিমি অ্যান্ডারসন। ১৬২ টি টেস্ট খেলে অ্যান্ডারসনের ঝুলিতে রয়েছে ৬১৭ টি উইকেট। টেস্টে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন জিমি। আর তিনটি উইকেট নিলেই ভারতের অনিল কুম্বলেকে(৬১৯)টপকে যাবেন তিনি। প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে মুথাইয়া মুরলীধরন(৮০০) এবং শের্ন ওয়ার্না (৭০৮)।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in