ISL: মুম্বাইয়ের গোল বন্যায় নৌকা ডুবলো এটিকে মোহনবাগানের

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি গতবারের রানার্স আপ এটিকে মোহনবাগানকে ৫-১ গোলে পর্যুদস্ত করেছে। গতবার মুম্বই সিটি এফসি-র বিপক্ষে একটিও ম্যাচ জিততে পারেনি এটিকে মোহনবাগান।
এটিকে মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসি
এটিকে মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসিছবি মুম্বাই সিটি এফসি-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

গোল বন্যায় এটিকে মোহনবাগানের নৌকা ডোবালো মুম্বই সিটি এফসি। আইএসএলের হাইভোল্টেজ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি গতবারের রানার্স আপ এটিকে মোহনবাগানকে ৫-১ গোলে পর্যুদস্ত করেছে। গতবার মুম্বই সিটি এফসি-র বিপক্ষে একটিও ম্যাচ জিততে পারেনি এটিকে মোহনবাগান। লীগ পর্বের দুই ম্যাচে হারের পর ফাইনালেও হারতে হয় আন্তোনিয়ো লোপেস হাবাসদের। সেই হারের বদলা নেওয়া হলোনা। দেস বাকিংহ্যামের বাহিনী মেরিনার্সদের নিয়ে একপ্রকার ছেলেখেলা করে পাঁচ গোল হজম করালেন।

মঙ্গলবার ম্যাচের পাঁচ মিনিটেই এগিয়ে যায় মুম্বই সিটি। বিক্রম প্রতাপ সিং মোহনবাগানের জালে বল জড়িয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। প্রথম থেকেই এদিন মোহনবাগানের রক্ষণে ভয় দেখাতে থাকেন বিক্রম। ২৫ মিনিটের মাথায় ফের গোল করে মুম্বইয়ের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন বিক্রম প্রতাপ। প্রথমার্ধ শেষের আগে ৩৮ মিনিটের মাথায় মেরিনার্সদের কোণঠাসা করে মুম্বইকে ৩-০ গোলে এগিয়ে দেন ইগোর আঙ্গুলো।

একেই তিন গোল খেয়ে ব্যাক ফুটে চলে যাওয়া দল। তারপর আবার ম্যাচের ৪৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দীপক টাঙ্গরি। দশ জনের এটিকে মোহনবাগানকে আরও চেপে ধরে দেস বাকিংহ্যামের দল। ৪৭ মিনিটে আহমেদ জাহহুর পাস থেকে মোর্তাদা ফল এবং ৫২ মিনিটে ইগোর আঙ্গুলোর পাস থেকে বিপিন সিং গোল করে মুম্বইকে এগিয়ে দেন ৫-০ ব্যবধানে। ৬০ মিনিটের মাথায় এটিকে মোহনবাগানের হয়ে একটি মাত্র গোল করেন ডেভিড উইলিয়ামস।

সম্পূর্ণ ম্যাচ জুড়ে এদিন ছন্নছাড়া ফুটবল খেললেন রয় কৃষ্ণারা। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে ডার্বি জয়ের হ্যাটট্রিক করেছিলো এটিকে মোহনবাগান। এদিন তাই তৃতীয় ম্যাচে আত্মবিশ্বাসের সাথেই খেলতে নেমেছিলেন হাবাসের ছাত্ররা।

আইএসএলে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন এটিকে মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল। তবে মেরিনার্সদের জন্য আজকের দিনটা নয়। দাপট দেখিয়ে ৫-১ গোলে ম্যাচ জিতে নিলেন দেস বাকিংহ্যামেরা। বড় ব্যবধানে জয় পাওয়ায় তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে উঠে গিয়েছে মুম্বই সিটি এফসি। মুম্বইয়ের সমান ম্যাচে সমসংখ্যক পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এটিকে মোহনবাগান।

এটিকে মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসি
IND Vs NZ: মুম্বই টেস্টে দলে ফিরছেন বিরাট, বাদ পড়বেন কোন ক্রিকেটার?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in