ISL: চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়, লীগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো হায়দারাবাদ এফ সি

ISL: চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়, লীগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো হায়দারাবাদ এফ সি
হায়দারাবাদ এফসি-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

চেন্নাইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো হায়দরাবাদ এফসি। শেষ চার ম্যাচের চারটিতেই ড্রয়ের জন্য টপ ফোর থেকে ছিটকে গিয়েছিলো হায়দরাবাদ। উঠে এসেছিলো নর্থইস্ট ইউনাইটেড। ভাস্কো ডা গামার তিলক ময়দান স্টেডিয়ামে রবিবার ২-০ ব্যবধানে জয়ের সাথে সাথেই গোয়াকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানুয়াল মার্কুইজেরা।

হায়দরাবাদ এদিন দুই অর্ধে একটি করে গোল করে। প্রথমার্ধের ২৮ মিনিটে জোয়াও ভিক্টরের পাস থেকে গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেয় স্প্যানিশ ফরোয়ার্ড ফ্রান সান্দাজা। হায়দরাবাদ ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের ৮৩ মিনিটে। এবার চেন্নাই শিবিরে শেষ পেরেকটি পুঁতে দেন অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জোয়েল চিয়ানেস।

চলতি আইএসএলের প্রথম পর্বের ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে বড় জয় পেয়েছিলো এরিডানে, জোয়াও ভিক্টরেরা। ফিরতি লীগেও চেন্নাইকে বিপর্যস্ত করলো তারা।

এই ম্যাচের পর ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ এফসি। সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সিসাবা লাসজোর চেন্নাইয়ান এফসি।

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in