ISL: চতুর্থ ম্যাচেও জয় অধরা এস সি ইষ্টবেঙ্গলের, চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে ড্র

সম্পূর্ণ ম্যাচে চেন্নাইয়ান এফসি দাপট দেখালেও তাদের টানা তৃতীয় জয় অধরাই থেকেছে। তবে তৃতীয় ম্যাচের শেষে সাত পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে উঠেছে বোজিদার ব্যান্ডোভিচের দল।
চেন্নাইয়ান এফ সি বনাম এসসি ইষ্টবেঙ্গল
চেন্নাইয়ান এফ সি বনাম এসসি ইষ্টবেঙ্গলছবি এস সি ইস্টবেঙ্গল-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

চতুর্থ ম্যাচে এসেও মশাল জ্বললো না এসসি ইস্টবেঙ্গলের। কাঙ্খিত জয় অধরাই থাকলো কলকাতা ভিত্তিক ক্লাবটির। ভাস্কো দা গামার তিলক ময়দান স্টেডিয়ামে চেন্নাইয়ান এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচের ফলাফল গোলশূন্য ড্র। সম্পূর্ণ ম্যাচে চেন্নাইয়ান এফসি দাপট দেখালেও তাদের টানা তৃতীয় জয় অধরাই থেকেছে। তবে তৃতীয় ম্যাচের শেষে সাত পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে উঠেছে বোজিদার ব্যান্ডোভিচের দল।

গত মরশুমে যেভাবে শেষ করেছিলো নতুন মরশুমে যেন সেভাবেই শুরু করেছে এসসি ইস্টবেঙ্গল। রবি ফাউলারের বিদায়ের পর স্প্যানিশ কোচ মানালো দিয়াজের হাত ধরেও শুরুটা বিশেষ কিছু হলো না লাল-হলুদদের। প্রথম ম্যাচে জামশেদপুরের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে ৩-০ গোলে ডার্বি হেরেছে তারা। তৃতীয় ম্যাচে ৬-৪ গোলে লজ্জাজনক হার স্বীকার করতে হয়েছে মানালো দিয়াজদের। চতুর্থ ম্যাচে এসে চেন্নাইয়ান এফসি-র বিপক্ষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

তিলক ময়দান স্টেডিয়ামে এদিন পুরো ম্যাচেই প্রভাব দেখায় চেন্নাইয়ান এফসি। এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক শুভম সেন অনবদ্য কিছু সেভ করে দলকে নিশ্চিত হারের মুখ থেকে বাঁচান। সম্পূর্ণ ম্যাচে এদিন ৫৮ শতাংশ বল নিজেদের দখলে রাখে চেন্নাইয়ান এফসি। বোজিদার ব্যান্ডোভিচের ব্রিগেড মোট ২৪ টি শট নেয়। যার মধ্যে ৪ টি শট রাখে অন টার্গেটে। তবে এই ৪ টি শট অনবদ্য দক্ষতায় আটকে দেন শুভম সেন। অন্যদিকে ১১ টি শটের মধ্যে ১ টি শটই টার্গেটে রাখতে সক্ষম হয় এসসি ইস্টবেঙ্গল।

এই ম্যাচের শেষে ৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে উঠেছে চেন্নাইয়ান এফসি। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ওড়িশা ফুটবল ক্লাব। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এটিকে মোহনবাগান। অন্যদিকে ৪ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের নবম স্থানে এসসি ইস্টবেঙ্গল।

চেন্নাইয়ান এফ সি বনাম এসসি ইষ্টবেঙ্গল
IND vs NZ: বিরাট-পূজারার ব্যর্থতার দিনে ভারতকে বড় রানের স্বপ্ন দেখাচ্ছেন মায়াঙ্ক আগরওয়াল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in