ISL 21-22: ওড়িশাকে ২-১ গোলে হারালো কেরালা ব্লাস্টার্স

হার দিয়ে অভিযান শুরু করলেও পরের তিন ম্যাচে অপরাজিত থাকলো কেরালা। শেষ দুই ম্যাচে ড্রয়ের পর ওড়িশাকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ইভান ভুকোমানোভিচের ছাত্ররা।
কেরালা ব্লাস্টার্স
কেরালা ব্লাস্টার্সছবি ISL-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

চলতি আইএসএলে প্রথম হারের মুখ দেখলো ওড়িশা ফুটবল ক্লাব। টানা দুই ম্যাচ জয়ের পর কেরালা ব্লাস্টার্সের কাছে আত্মসমর্পণ করলো কিকো গনজালেজের ছাত্ররা। অন্যদিকে হার দিয়ে অভিযান শুরু করলেও পরের তিন ম্যাচে অপরাজিত থাকলো কেরালা। শেষ দুই ম্যাচে ড্রয়ের পর ওড়িশাকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ইভান ভুকোমানোভিচের ছাত্ররা।

এদিন গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে অ্যাড্রিয়েন লুনার পাস থেকে গোল করে কেরালাকে এগিয়ে দেন আলভারো ভাজকেজ। প্রথমার্ধে এই লীড বজায় রাখার পর দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে সেই অ্যাড্রিয়েন লুনার বাড়ানো পাসে ব্যবধান দ্বিগুণ করেন প্রশান্ত। খেলা শেষের অন্তিম লগ্নে ওড়িশার হয়ে একটি মাত্র গোল করেন নিখিল রাজ। ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় কেরালা।

আজকের ম্যাচে জয় নিয়ে লীগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে কেরালা ব্লাস্টার্স। ৪ ম্যাচে কেরালার সংগ্রহ ৫ পয়েন্ট। এটিকে মোহনবাগানের কাছে ৪-২ গোলে হারের পর নর্থইস্টের বিপক্ষে গোলশূন্য ড্র এবং বেঙ্গালুরুর বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে কেরালা। আজ ওড়িশার বিপক্ষে জিতে প্রথম তিন পয়েন্ট অর্জন করেছে দলটি। অন্যদিকে ম্যাচ হারলেও তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ওড়িশা ফুটবল ক্লাব। শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি এবং দ্বিতীয় স্থানে চেন্নাইয়ান এফসি।

কেরালা ব্লাস্টার্স
ISL: সুনীল ছেত্রীদের ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থানে মুম্বই সিটি এফসি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in