ISL 2021-22: ওড়িশাকে ৩-২ গোলে হারালো শীর্ষে থাকা হায়দরাবাদ

প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক করে ম্যানুয়েল মার্কুইজের ছাত্ররা। ৫১ মিনিটের মাথায় আকাশ মিশ্রার পাস থেকে গোল করে হায়দরাবাদকে সমতা এনে দেন অজি ফরোয়ার্ড জোয়েল চিয়ানেজ।
হায়দরাবাদ এফসি বনাম ওড়িশাএফসি
হায়দরাবাদ এফসি বনাম ওড়িশাএফসিছবি ISL-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

চলতি আইএসএলের প্রথম সাক্ষাৎকারে ওড়িশাকে ৬-১ গোলে একতরফা ভাবে হারিয়ে ছিলো হায়দরাবাদ এফসি। বৃহস্পতিবার দ্বিতীয় সাক্ষাৎকারেও ওড়িশা বধ করলো পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা নিজামের শহর। তবে এই ম্যাচে লড়াই হয়েছে হাড্ডা হাড্ডি। ম্যাচের ফলাফল হায়দরাবাদের পক্ষে ৩-২।

এদিন অবশ্য প্রথম এগিয়ে যায় ওড়িশা ফুটবল ক্লাব। প্রথমার্ধের শেষে ৪৫ মিনিটের মাথায় গোল করে ওড়িশাকে এগিয়ে দেন জেরি মাওয়িহোমিংথাঙ্গা। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক করে ম্যানুয়েল মার্কুইজের ছাত্ররা। ৫১ মিনিটের মাথায় আকাশ মিশ্রার পাস থেকে গোল করে হায়দরাবাদকে সমতা এনে দেন অজি ফরোয়ার্ড জোয়েল চিয়ানেজ।

সমতা ফিরে পাওয়ার পর আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করেন জোয়াও ভিক্টর, বার্থোলোমিউ ওগবেচরা। ৭০ মিনিটের মাথায় আশিস রায়ের ক্রস থেকে হায়দরাবাদকে এগিয়ে দেন স্বয়ং অধিনায়ক জোয়াও ভিক্টর। এই গোলের ঠিক তিন মিনিট বাদেই মহম্মদ ইয়াসিরের পাস থেকে হায়দরাবাদের হয়ে তৃতীয় গোলটি করেন আকাশ মিশ্রা। ৩-১ গোলে পিছিয়ে পড়ার পর ৮১ মিনিটে জোনাথাস ওড়িশার হয়ে ব্যবধান কমালেও সমতা ফিরে পাওয়া হয়নি জোয়াকিন গার্সিয়াদের।

ওড়িশাকে হারিয়ে ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে হায়দরাবাদ। দ্বিতীয় স্থানে থাকা কেরালার পয়েন্ট ১১ ম্যাচে ২০। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জামশেদপুর এবং ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ওড়িশা ফুটবল ক্লাব।

হায়দরাবাদ এফসি বনাম ওড়িশাএফসি
যে কেউ আসুন, খেলুন, বিয়ার ফ্রি - BBL-এ স্মিথকে না খেলানোয় অজি বোর্ডকে খোঁচা ড্যান ক্রিশ্চিয়ানের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in