ISL 2021-22: পুরোনো টিম ভাঙলেও শক্তিশালী দল নিয়েই ২২ নভেম্বর মাঠে নামছে মুম্বাই সিটি এফসি

একঝাঁক তারকা বিদেশী ফুটবলার অ্যাডাম লে ফন্ড্রে, হুগো বুমোস, বার্থোলোমিউ ওগবেচে, হেরমান সান্তানা, সাই গডার্ড মুম্বই শিবির ছেড়েছেন। যদিও তার পরিবর্তে চ্যাম্পিয়ন শিবিরে এসেছেন অনেক নতুন তারকা।
ISL 2021-22: পুরোনো টিম ভাঙলেও শক্তিশালী দল নিয়েই ২২ নভেম্বর মাঠে নামছে মুম্বাই সিটি এফসি
মুম্বাই সিটি এফসি-র প্র্যাকটিসছবি মুম্বাই সিটি এফসি-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

২২ শে নভেম্বর গোয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করেছে মুম্বই সিটি এফসি। গত মরশুমে এটিকে মোহনবাগানকে হারিয়ে আইএসএল শিরোপা ঘরে তোলে মুম্বই। তবে আসন্ন মরশুমে সেই দল পাচ্ছেনা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দল ছেড়েছেন কোচ সার্জিও লোবেরা।

একঝাঁক তারকা বিদেশী ফুটবলার অ্যাডাম লে ফন্ড্রে, হুগো বুমোস, বার্থোলোমিউ ওগবেচে, হেরমান সান্তানা, সাই গডার্ড মুম্বই শিবির ছেড়েছেন। যদিও তার পরিবর্তে চ্যাম্পিয়ন শিবিরে এসেছেন অনেক নতুন তারকা। তালিকায় রয়েছেন এফসি গোয়া থেকে আসা ইগোর আঙ্গুলো। এছাড়াও ভিয়া নভা, ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাসিও গ্যাব্রিয়েলকে দলে নিয়েছে মুম্বই। তাই শক্তিশালী দল নিয়েই কার্যত ময়দানে নামতে চলেছে তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নতুন কোচ ইংল্যান্ডের ডেস বাকিংহাম।

মুম্বই সিটি এফসি-র স্কোয়াড:

গোলরক্ষক:- ফুরবা লাচেনপা, মোহাম্মদ নওয়াজ, বিক্রম লক্ষবীর সিং।

ডিফেন্ডার:-রাহুল ভেকে, অমেয় রানাওয়াদে, মেহতাব সিং, মহম্মদ রাকিপ, নওচা সিং, ভিগনেশ দক্ষিণামূর্তি, মুরতাদা ফল, ভালপুইয়া, মন্দার রাও দেসাই।

মিডফিল্ডার: ক্যাসিও গ্যাব্রিয়েল, ব্র্যাড ইনম্যান, আহমেদ জাহহু, রায়নিয়ার ফার্নান্দেজ, রাওলিন বোর্হেস, নওরেম টন্ডোম্বা সিং, চানসো হোরাম, আসিফ খান, লালেংমাউইয়া।

ফরোয়ার্ড:-বিক্রম প্রতাপ সিং, গুরকিরাত সিং, ইগর আঙ্গুলো, বিপিন সিং, ইগোর ক্যাটাউ, প্রাঞ্জল ভূমিজ।

মুম্বই সিটি এফসি-র ক্রীড়াসূচি:-

২২ শে নভেম্বর, সোমবার- মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া

২৭ শে নভেম্বর, শনিবার- মুম্বই সিটি এফসি বনাম হায়দরাবাদ

১ লা ডিসেম্বর, বুধবার- মুম্বই সিটি এফসি বনাম এটিকে মোহনবাগান

৪ ঠা ডিসেম্বর, শনিবার- মুম্বই সিটি এফসি বনাম ব্যাঙ্গালুরু এফসি

৯ ই ডিসেম্বর, বৃহস্পতিবার- মুম্বই সিটি এফসি বনাম জামশেদপুর এফসি

১৫ ই ডিসেম্বর, বুধবার- মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়ান এফসি

১৯ শে ডিসেম্বর, রবিবার- মুম্বই সিটি এফসি বনাম কেরালা ব্লাস্টার্স

২৭ শে ডিসেম্বর, সোমবার- মুম্বই সিটি এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড

৩ রা জানুয়ারি, সোমবার- মুম্বই সিটি এফসি বনাম ওড়িশা এফসি

৭ ই জানুয়ারি, শুক্রবার- মুম্বই সিটি এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল

মুম্বাই সিটি এফসি-র প্র্যাকটিস
ISL 2021-22: হিরো আইএসএলের জন্য জোরালো প্রস্তুতি, নতুন চমক এস সি ইস্টবেঙ্গলের

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in