ISL 2021-22: স্টেয়ার্টের জোড়া গোল, শেষ মুহূর্তে জামশেদপুরের বিপক্ষে হার মুম্বই সিটি এফসির

জামশেদপুর এফসি বনাম মুম্বাই সিটি এফসি
জামশেদপুর এফসি বনাম মুম্বাই সিটি এফসিছবি ISL-এর ফেসবুক পেজের সৌজন্যে

ইগোর আঙ্গুলোর পেনাল্টি মিসেই কপাল পুড়লো মুম্বই সিটি এফসির। দ্বিতীয়ার্ধে জামশেদপুর এফসিকে একের পর এক আক্রমণে নাজেহাল করে তুললেও জয় অধরা রইলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। জামশেদপুরের কাছে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে মুম্বই সমতা ফিরে পেলেও শেষ মুহূর্তে গ্রেগ স্টেয়ার্টের পেনাল্টি থেকে করা গোলেই পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে ওয়েন সোয়েলের দল। খেলার ফলাফল জামশেদপুরের পক্ষে ৩-২।

ইস্পাত নগরীর হয়ে এই ম্যাচে জোড়া গোল করেছেন ৩১ বর্ষীয় স্কটিশ ফরোয়ার্ড গ্রেগ স্টেয়ার্ট। একটি গোল করেছেন ঋত্ত্বিক কুমার দাস। প্রথমার্ধের ৩০ মিনিটে ঋত্ত্বিকের পাস থেকে জামশেদপুরকে এগিয়ে দেন স্টেয়ার্ট। প্রথম জল পানের বিরতির ঠিক আগেই, ৩০ মিনিটের মাথায় ড্যানিয়েল চিমা চুকুর পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ঋত্ত্বিক।

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ঝাঁপায় মুম্বই সিটি এফসি। একের পর এক আক্রমণে দেস বাকিংহ্যামের ছেলেরা জামশেদপুরকে চিন্তায় ফেলে। দ্বিতীয়ার্ধে মোট ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রাখার পাশাপাশি মোট ১১ টি শট নেয় মুম্বই। যার মধ্যে ৭ টি শট অন টার্গেটে। অন্যদিকে দ্বিতীয়ার্ধে জামশেদপুর মাত্র ১ টি শটই টার্গেটে রাখে।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে রাহুল ভেকের গোলে একটি ব্যবধান কমায় মুম্বই সিটি এফসি। ৭০ মিনিটে মুম্বইয়ের কাছে এসেছিলো সমতা ফিরে পাওয়ার সুবর্ণ সুযোগ। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেননি ইগোর আঙ্গুলো। পেনাল্টি মিস করে দলকে হতাশ করেন তিনি। তবে ৮৬ মিনিটে ফের একবার পেনাল্টি উপহার পায় মুম্বই। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়েগো মৌরিসিও অবশ্য কোনো ভুল করেননি। কিন্তু সমতা ফিরে পাওয়ার অল্প সময় পরেই ফের পিছিয়ে পড়ে মুম্বই। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা ইনজুরি সময়ে ৯৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে জামশেদপুরকে জয় এনে দেন স্টেয়ার্ট।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in