ISL 2021-22: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক দিলো হায়দরাবাদ এফসি

গতকাল আইএসএলের ডবল হেডারের প্রথম ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে ডার্বি জয়ের হ্যাটট্রিক করেছে এটিকে মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারায় ম্যানুয়েল মার্কুইজের দল।
ISL 2021-22: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক দিলো হায়দরাবাদ এফসি
ছবি আইএসএল-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক দিলো হায়দরাবাদ এফসি। গতকাল আইএসএলের ডবল হেডারের প্রথম ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে ডার্বি জয়ের হ্যাটট্রিক করেছে এটিকে মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারায় ম্যানুয়েল মার্কুইজের দল। হায়দরাবাদের হয়ে এই ম্যাচে একটি করে গোল করেছেন জোয়াও ভিক্টর, বার্থোলোমিউ ওগবেচে, এবং রোহিত দানু।

গত ম্যাচে এফসি গোয়াকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী দেস বাকিংহ্যামের দল মাঠে নেমেছিলো হায়দরাবাদের বিপক্ষে। প্রথমার্ধের ৬ মিনিটেই আহমেদ জাহহুর গোলে এগিয়েও যায় গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। তবে এই লীড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১২ মিনিটে বিপিন সিং ডি বক্সের মধ্যে ফাউল করে বসেন জোয়েল চায়নিসকে। রেফারি নির্দেশ দেন পেনাল্টির। স্পট কিক নিতে গিয়ে কোনো ভুল করেননি হায়দরাবাদ অধিনায়ক জোয়াও ভিক্টর। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে।

প্রথমার্ধে লড়াইটা সমানে সমানে চললেও দ্বিতীয়ার্ধে মুম্বইকে চেপে ধরে হায়দরাবাদ। ৫৩ মিনিটের মাথায় অনিকেত যাদবের পাস থেকে নিজের পুরোনো ক্লাবের বিরুদ্ধে গোল করে হায়দরাবাদকে ২-১ গোলে এগিয়ে দেন ৩৭ বর্ষীয় নাইজেরিয়ান ফরোয়ার্ড বার্থোলোমিউ ওগবেচ। ইগোর আঙ্গুলোরা সমতা ফেরানোর জন্য কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি। ৮২ মিনিটের মাথায় ফের মুম্বইয়ের জালে আবার একটি গোল জড়ায় হায়দরাবাদ। সুপার সাব রোহিত দানু গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন ৩-১ ব্যবধানে। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখে তিন পয়েন্ট ঘরে তোলেন ম্যানুয়েল মার্কুইজ এন্ড কোং।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in