ISL 2021-22: মরশুমের প্রথম ডার্বি! লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে

টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে আজ মাঠে নামছে এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম কলকাতা ডার্বি নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে।
ISL 2021-22: মরশুমের প্রথম ডার্বি! লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে
ফাইল ছবি সংগৃহীত

টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে আজ মাঠে নামছে এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম কলকাতা ডার্বি নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। আন্তোনিয়ো লোপেস হাবাস এবং ম্যানুয়েল মানোলো দিয়াজ আত্মমর্যাদার লড়াইয়ে নিজেদের মগজাস্ত্র কেমন ব্যবহার করেন তা সময়ই বলবে। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

গতবার এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এটিকে মোহনবাগান দুটি সাক্ষাতেই জিতেছিলো। দুই ম্যাচ মিলিয়ে সবুজ-মেরুনরা ৫ টি গোল করেছিলো লাল-হলুদদের বিপক্ষে এবং হজম করেছিল ১টি গোল। তবে এবার দল পাল্টেছে এসসি ইস্টবেঙ্গল। রবি ফাউলারের বিদায়ের পর রিয়েল মাদ্রিদের ঘরের ছেলে ম্যানুয়েল মানোলো দিয়াজ তুলে নিয়েছেন লাল-হলুদদের দায়িত্ব। এসসি ইস্টবেঙ্গল মোহনবাগানকে সমীহ করলেও তারা ঝাঁপাবে তিন পয়েন্টের জন্য।

চলতি আইএসএলের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান জয় দিয়ে অভিযান শুরু করলেও এসসি ইস্টবেঙ্গল জামশেদপুরের কাছে পয়েন্ট খুইয়েছে। ফুটবল বোদ্ধাদের মতে মোহনবাগান এগিয়ে রয়েছে অনেকটাই। তবে এটিকে কোচ হাবাস কিন্তু বেশ সতর্ক। তিনি জানেন ইতিহাসের পুনরাবৃত্তি সবসময় হয়না। তাই শুরু থেকেই নিখুঁত ফুটবল খেলে ৯০ মিনিটেই উত্তর দেবেন তিনি।

ডার্বিতে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে হাবাস জানান, "এসসি ইস্টবেঙ্গল এ বার একেবারে নতুন দল গড়েছে, নতুন কোচ নিয়েছে। এই অবস্থায় থিতু হতে অন্তত এক বছর লেগে যায়। কিন্তু ভারতে সব কিছু খুব দ্রুত তৈরি করে নিতে হয়। এখানে চূড়ান্ত ফলকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই এখানে কেউ এগিয়ে আছে, এ কথা বলা যাবে না। কেন কেউ এগিয়ে থাকবে? আমাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচটা অন্য শহরে হচ্ছে, কোনও সমর্থক থাকবে না। দুই পক্ষের কাছেই এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ।"

ISL 2021-22: মরশুমের প্রথম ডার্বি! লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে
Qatar World Cup: প্লে অফের ড্র'তে একই গ্রুপে ইতালি-পর্তুগাল, মূল পর্বে যাওয়ার আগেই সফর শেষ একটি দলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in