IPL 2022: বিরাট রেকর্ড! RCB-র হয়ে ৭,০০০ রান করলেন কোহলি

কোহলির পরে রয়েছেন শিখর ধাওয়ান (৬,২০৫ রান)। ৩য়, ৪র্থ, ৫ম এবং ষষ্ঠ স্থানে যথাক্রমে রোহিত শর্মা (৫৮৭৭ রান), ডেভিড ওয়ার্নার (৫৮৭৬ রান), সুরেশ রায়না (৫,৫২৮ রান) এবং এবি ডি’ভিলিয়ার্স (৫১৬২ রান)।
বিরাট কোহলি
বিরাট কোহলিফাইল ছবি সংগৃহীত

বৃহস্পতিবার হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানসের বিপক্ষে ৭৩ রানের মজবুত ইনিংস খেলেছেন বিরাট কোহলি। সমালোচনার মাঝে চলতি আইপিএলের প্রথম 'ম্যান অফ দ্য ম্যাচ' নির্বাচিত হয়েছেন তিনি। এদিনই আইপিএলের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে নজির গড়লেন কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৭০০০ রান করার নজির গড়লেন।

আরসিবির হয়ে শুধু আইপিএল নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই রেকর্ড আর কোনো ক্রিকেটারের নেই। গুজরাটের বিপক্ষে ৫৭ রান করার সাথে সাথেই এই নজির গড়েন কোহলি। একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে রানের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা সুরেশ রায়না অনেকটাই পেছনে পড়েছে কোহলির। চেন্নাইয়ের হয়ে ৫৫২৮ রান করেছিলেন রায়না। এই মরশুমে আবার রায়না দলই পায়নি। এছাড়াও আইপিএলের ইতিহাসে কোহলি সর্বোচ্চ রান সংগ্রাহক।

এই তালিকায় কোহলির পরে রয়েছেন শিখর ধাওয়ান (৬,২০৫ রান)। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে যথাক্রমে রোহিত শর্মা (৫৮৭৭ রান), ডেভিড ওয়ার্নার (৫৮৭৬ রান), সুরেশ রায়না (৫,৫২৮ রান) এবং এবি ডি’ভিলিয়ার্স (৫১৬২ রান)।

আইপিএলের জন্মলগ্ন থেকে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলে চলেছেন কোহলি। দলকে কোনো শিরোপা জেতাতে না পারলেও নিজে রানের পাহাড় গড়ে চলেছেন। তবে এই মরশুমে ঠিকমতো নিজেকে মেলে ধরতে পারেননি। বারবার হয়েছেন ব্যর্থ। অবশেষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গতরাতে ঝলসে উঠেছে বিরাট ব্যাট। ম্যাচ জিতে প্লে অফের আশা জিইয়ে রেখেছে আরসিবি।

বিরাট কোহলি
ফর্মে নেই বিরাট-রোহিত, বিশ্বকাপে ভরসা থাকবে দুজনের ওপর! কী বললেন সৌরভ?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in