IPL 2022: মুম্বইয়ের হয়ে চরম ব্যর্থ রোহিত, মানসিক চাপকেই কারণ হিসেবে দেখছেন স্মিথ

চলতি আইপিএলে পাঁচ ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের এই হারের কারণ হিসেবে অনেকেই মনে করছেন রোহিত শর্মার ব্যর্থতা।
রোহিত শর্মা
রোহিত শর্মাফাইল চিত্র

চলতি আইপিএলে কার্যত জিততেই ভুলে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের মুখ দেখেনি তারা। মুম্বইয়ের এই হারের কারণ হিসেবে অনেকেই মনে করছেন রোহিত শর্মার ব্যর্থতা। মুম্বই দলের সবচেয়ে বড় অস্ত্র রোহিত শর্মাও ব্যর্থ হচ্ছেন প্রতি ম্যাচে। পাঁচ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১০৮ রান। রোহিতের এই খারাপ ফর্মের কারণ সম্পর্কে প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক গ্রেম স্মিথ বলেন মানসিক চাপের কারণেই এই ব্যর্থতা।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের চওড়া ব্যাট বরাবরই ভরসা জুগিয়েছে।কিন্তু এই আসরে সেই ছবি দেখা যাচ্ছেনা। স্মিথ একটি সাক্ষাৎকারে বলেন, "এটাই তো ভারতীয় অধিনায়ক নির্বাচিত হওয়ার পর ওর প্রথম আইপিএল টুর্নামেন্ট। ও কী মানসিক চাপে পড়েছে, যার প্রভাব আইপিএল পারফরম্যান্সে পড়ছে? এই দিকটা কিন্তু ভেবে দেখা দরকার। রোহিত তো মুম্বইয়ের হয়ে শুরুটা দারুণ করে। ম্যাচটা ওদের জন্য সাজিয়ে দেয়, যার ফলে বাকিরা নিজেদের মতো খেলতে পারে। ও রান করলেই মুম্বই প্রচুর ম্যাচ জিতবে।"

মুম্বইয়ের ব্যাটিং অর্ডারে যথেষ্ট ভারসাম্য রয়েছে বলে মনে করেন স্মিথ। ইশান কিষাণ ফর্মে না থাকলেও সূর্যকুমার ছন্দে রয়েছেন। তরুণ ব্রেভিসের পাশাপাশি পোলার্ডের মতো অভিজ্ঞ ফিনিশার রয়েছেন। সবমিলিয়ে মুম্বইয়ের ব্যাটিং কিন্তু শক্তিশালী। শুধু রোহিত ফর্মে ফিরলেই এই দল ভালো করবে বলে মনে করেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক।

গত বছর বিরাট কোহলি সরে দাঁড়ানোর পর রোহিত শর্মাকে প্রথমে টি-টোয়েন্টির অধিনায়কত্ব দেওয়া হয়। এরপর ওয়ান ডে এবং ফেব্রুয়ারীতে টেস্ট অধিনায়ক হিসাবেও ঘোষণা করা হয়। এরপর থেকে ভারতীয় দল দারুণ প্রদর্শন করলেও, রোহিত শর্মা ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি। এর কারণ হিসেবে মানসিক চাপকেই দেখছেন স্মিথ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in