IPL 2022: টানা তৃতীয় হার চেন্নাইয়ের, ব্যাটে-বলে আলো ছড়িয়ে পাঞ্জাবকে জয় এনে দিলেন লিভিংস্টোন

দ্বিতীয় দফায় রান তাড়া করতে নেমে মাত্র ৩৬ রানেই ৫ উইকেট হারিয়ে খাদের কিনারাতে গিয়ে দাঁড়ায় চেন্নাই সুপার কিংস।
পাঞ্জাব কিংস
পাঞ্জাব কিংসছবি IPL-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ব্র্যাবোর্নে ব্যাটে-বলে আলো ছড়ালেন লিভিংস্টোন। ব্যাট হাতে ঝড়ো ৬০ রানের পর মোক্ষম সময়ে বল হাতে তুলে নিয়েছেন জোড়া উইকেট। পাঞ্জাব বোলারদের দাপটে মাত্র ১২৬ রানেই অল আউট হয়ে যায় চেন্নাই। সেইসঙ্গে টানা তৃতীয় হারের মুখ দেখলো রবীন্দ্র জাদেজার দল। নাইটদের বিরুদ্ধে হারের পর চেন্নাইকে ৫৪ রানে হারিয়ে জয়ে ফিরলো পাঞ্জাব কিংস।

ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টসে হেরে প্রথম দফায় ব্যাট করতে এসে ৮ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস। লেম লিভিংস্টোনের ঝড়ো ৬০ রান এবং শিখর ধাওয়ানের ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সৌজন্যে বড় টোটাল দাঁড় করাতে সক্ষম হয় পাঞ্জাব। অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল(৪) ও ভানুকা রাজাপাক্ষা(৯) দ্রুত ফিরে যাওয়ার পর ধাওয়ান-লিভিংস্টোন জুটি প্রাথমিক ধাক্কা কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। তৃতীয় উইকেটে এই জুটি যোগ করেন ৯৫ রান।

শিখর ২৪ বলে ৩৩ রান করেন। লিভিংস্টোন ৫ টি বাউন্ডারি এবং ৫ টি ওভার বাউন্ডারির মাধ্যমে মাত্র ৩২ বলে ৬০ রান যোগ করে দেন। এছাড়া জিতেশ শর্মা(২৬), রাহুল চাহার(১২), কাগিসো রাবাডারা(১২) দলগত স্কোরকে বড় টোটালের দিকে এগিয়ে দেন। চেন্নাইয়ের হয়ে এই ম্যাচে দুটি করে উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান এবং ডোয়েন প্রিটোরিয়াস। একটি করে উইকেট নিয়েছেন মুকেশ চৌধুরী, ডোয়েন ব্র্যাভো এবং রবীন্দ্র জাদেজা।

দ্বিতীয় দফায় রান তাড়া করতে নেমে মাত্র ৩৬ রানেই ৫ উইকেট হারিয়ে খাদের কিনারাতে গিয়ে দাঁড়ায় চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কওয়াড়(১), মঈন আলি(০), রবিন উথাপ্পা(১৩), রবীন্দ্র জাদেজা(০), অম্বতি রায়ডুদের(১৩) কেউই মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারেননি পাঞ্জাবের ধারালো বোলিংএর সামনে। শিবম দুবে একাই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে মোক্ষম সময়ে দুবেকে ফিরিয়ে পাঞ্জাবকে স্বস্তি এনে দেন লিভিংস্টোন। ৩০ বলে ৫৭ রান করেন দুবে।

শিবম ফিরে যাওয়ার পরের বলেই লিভিংস্টোনের শিকার হয়ে ফিরে যান ডোয়েন ব্র্যাভো(০)। এরপর প্রিটোরিয়াস রাহুল চাহারকে ছয় হাঁকিয়ে রানের খাতা খুললেও ৮ রান করে চাহারের শিকার হয়েই ফিরে যান। মহেন্দ্র সিং ধোনি ২৮ বলে ২৩ রান করে চাহারের উইকেটে পরিণত হন।

পাঞ্জাব কিংসের হয়ে বল হাতে অনবদ্য প্রদর্শন করে দুটি করে উইকেট তুলে নিয়েছেন বৈভব আরোড়া এবং লেম লিভিংস্টোন। তিনটি উইকেট নিয়েছেন রাহুল চাহার। একটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, কাগিসো রাবাডা এবং ওডেন স্মিথ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in