IPL 2022: শততম ম্যাচে ইতিহাস লোকেশের, লখনউয়ের কাছে হেরে টানা ষষ্ঠ ম্যাচেও জয় অধরা রোহিতদের

ওপেন করতে নেমে রাহুলের ১০৩* রানের সৌজন্যে মুম্বইকে ২০০ রানের টার্গেট দিয়েছিলো লখনউ সুপার জায়ান্টস। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮১ রানই সংগ্রহ করেছে রোহিত শর্মার বাহিনী।
লোকেশ রাহুল
লোকেশ রাহুলছবি সৌজন্যে IPL টুইটার হ্যান্ডেল

ব্র্যাবোর্নে নিজের শততম ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল। ওপেন করতে নেমে রাহুলের অপরাজিত ১০৩* রানের ইনিংসে ভর করে মুম্বইয়ের সামনে ২০০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিলো লখনউ সুপার জায়ান্টস। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮১ রানই সংগ্রহ করেছে রোহিত শর্মার বাহিনী। ১৮ রানে ম্যাচ জিতে মুম্বইকে চলতি মরশুমে একেবারেই কোণঠাসা করে দিয়েছে লোকেশ রাহুলরা। ছয় ম্যাচ খেলে নিলেও এখনও একটি ম্যাচেও জয়ের দেখা পায়ই পাঁচ বারের শিরোপা জয়ী মুম্বই।

ব্র্যাবোর্নে টসে হেরে প্রথম দফায় ব্যাট করতে নেমে অধিনায়কোচিত ইনিংস খেলেন লোকেশ রাহুল। গত ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পরে এই ম্যাচে ব্যাট হাতে নিজের জাত চেনালেন লখনউ অধিনায়ক। ওপেন করতে নেমে ৬০ বলে ১০৩* রানে অপরাজিত থেকে গড়েন একাধিক রেকর্ড। আইপিএলে নিজের শততম ম্যাচে একমাত্র ক্রিকেটার হিসেবে শতরান করা রাহুল অধিনায়ক হিসেবে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন। এছাড়া একমাত্র বিরাট কোহলি (আরসিবির হয়ে পাঁচটি শতরান) ছাড়া আরো কোনো অধিনায়ক আইপিএলে একটির বেশি শতরান করতে পারেননি।

এদিন রাহুলের ১০৩* রান এবং কুইন্টন ডি'কক(২৪) ও মনীশ পান্ডের(৩৮) ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে লখনউ সুপার জায়ান্টস। মুম্বইয়ের হয়ে এই ম্যাচে জোড়া উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট এবং একটি করে উইকেট নিয়েছেন ফ্যাবিয়ান অ্যালান ও মরুগান অশ্বিন।

লখনউয়ের দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিনও চরম ব্যর্থ হন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৬ রান করেই ফিরে যান তিনি। অপর ওপেনার ইশান কিষাণ ১৭ রানের বেশি করতে পারেননি। তবে এরপর ডেওয়াল্ড ব্রেভিস(৩১), সূর্যকুমার যাদব(৩৭), তিলক ভার্মা(২৬), কায়রন পোলার্ডরা(২৫) লড়াই চালালেও জয় অধরাই থাকে মুম্বইয়ের। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রানেই থেমে যায় রোহিত শর্মার দল।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in