Indian Super League 2022: প্রথম ম্যাচেই ধাক্কা, চেন্নাইয়ানের কাছে ২-১ গোলে হার এটিকে মোহনবাগানের

প্রথমার্ধে ২৭ মিনিটে মনবীর সিং-র গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে লিড ধরে রাখতে পারেনি হুয়ান ফেরান্দোর ছেলেরা। ম্যাচের ৬২ মিনিটের মাথায় পেনাল্টি পায় চেন্নাইয়ান। পেনাল্টি থেকে সমতা ফেরায় কে কারিকারি।
চেন্নাইয়ানের কাছে ২-১ গোলে হার এটিকে মোহনবাগানের
চেন্নাইয়ানের কাছে ২-১ গোলে হার এটিকে মোহনবাগানেরছবি সৌজন্যে ISL টুইটার হ্যান্ডেল

ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ম্যাচেই ধাক্কা খেল সবুজ-মেরুন শিবির। যুবভারতীতে চেন্নাইয়ানের কাছে ২-১ গোলে হারল তারা। প্রিয় ক্লাবের হার দেখে বেশ হতাশ হয়েছেন সমর্থকরা।

গোটা ম্যাচ জুড়ে দাপিয়ে খেললেও জয় অধরা থেকে গেল এটিকে মোহনবাগানের। ঘরের মাঠে ৬০% বল নিজেদের দখলে রেখেও কাজের কাজ হল না। প্রথমার্ধে ২৭ মিনিটে মনবীর সিং-র গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে লিড ধরে রাখতে পারেনি হুয়ান ফেরান্দোর ছেলেরা। ম্যাচের ৬২ মিনিটের মাথায় পেনাল্টি পায় চেন্নাইয়ান। পেনাল্টি থেকে সমতা ফেরায় কে কারিকারি। প্রীতম কোটালরা একাধিক সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে পারেনি।

৮২ মিনিটের মাথায় চেন্নাইয়ানের জয় নিশ্চিত করে রহিম আলী। নিজের অসাধারণ দক্ষতায় মোহনবাগানের জালে বল জড়ান। পুরো ম্যাচে মোহনবাগানের দাপট ছিল বেশি। ১৫ টা শট নিয়েছে হুগো বুমোরা। সেখানে মাত্র ৮টা শট নিয়েছে রহিম আলীরা। মোহনবাগান মোট পাস খেলেছে ৪৬৪টি। চেন্নাইয়ান পাস খেলেছে ৩০৯টি। চেন্নাইয়ান ফাউল করেছে ১০টি। মোহনবাগান মাত্র ৪টি। দুটি দলই ৫টা করে কর্নার পেয়েছে।

এটিকে মোহনবাগানের দল গঠন নিয়ে কোচের ওপর বিরক্ত হয়েছেন সমর্থকরা। রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামসের মতো স্ট্রাইকারকে ছেড়ে দিয়ে যে কত বড় ভুল করেছেন ফেরান্দো তা বুঝতে পারছেন তিনি। গোলের সুযোগ তৈরি হচ্ছে প্রচুর। আক্রমণভাগের শেষ মুহূর্তে যেন কিছু হারিয়ে যাচ্ছে। টুর্নামেন্টের সবে শুরু। বিশেষজ্ঞরা মনে করছেন বাগান কোচ যত দ্রুত সম্ভব এই ত্রুটি সংশোধন করতে পারবেন দলের পক্ষে ততই মঙ্গল হবে।

অন্যদিকে চেন্নাইয়ানের দেবজিৎ মজুমদার টুর্নামেন্টের অন্যতম ‘ফেভারিট’ গোলরক্ষক হিসেবে ফের নিজের জাত চেনালেন। তিন কাঠির নীচে মোহনবাগানের আক্রমণ একাই সামলেছেন। এক কথায় বলা চলে দেবজিৎ সোমবার চেন্নাইয়ানের ‘সেভজিৎ’।

চেন্নাইয়ানের কাছে ২-১ গোলে হার এটিকে মোহনবাগানের
AFC U-17 Asian Cup: সৌদির কাছে ২-১ গোলে হেরেও যোগ্যতা অর্জন ভারতের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in