IND VS WI: অধিনায়ক হিসেবে নজির রোহিত শর্মার, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ভারতের

ফ্লোরিডায় ভারতের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩২ রানেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৫৯ রানে ম্যাচ জিতে নেয় রোহিত বাহিনী।
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ভারতের
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ভারতেরছবি সৌজন্যে আইসিসি টুইটার হ্যান্ডেল

শনিবার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো টিম ইন্ডিয়া। ফ্লোরিডায় ভারতের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩২ রানেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৫৯ রানে ম্যাচ জিতে নেয় রোহিত বাহিনী। সিরিজ নিশ্চিত হওয়ার সাথে সাথেই অধিনায়ক হিসেবে বড় নজিরও গড়ে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ভারতের পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিম ইন্ডিয়া একটিও টি-টোয়েন্টি সিরিজ হারেনি। রোহিতের অধীনে এটি ভারতের টানা আট নম্বর সিরিজ জয়। পাশাপাশি, অধিনায়ক হিসেবে প্রথম ৩৫ ম্যাচে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নিরিখে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদকেও স্পর্শ করলেন তিনি। ভারতের অধিনায়ক হিসাবে রোহিত শর্মা ৩৫ ম্যাচের মধ্যে ২৯ টি-তে জয় অর্জন করলেন।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এদিন টসে জিতে ইন্ডিয়াকে প্রথম ব্যাট করতে পাঠান নিকোলাস পুরান। ভারত দলগত প্রচেষ্টায় ৫ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৯১ রান। ইন্ডিয়ার হয়ে এদিন সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ঋষভ পান্ত(৪৪)। এছাড়া রোহিত শর্মা(৩৩), সূর্যকুমার যাদব(২৪), দীপক হুডা(২১), সঞ্জু স্যামসন(৩০), অক্ষর প্যাটেলেরা(২০) গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ভালো জায়গায় দাঁড় করান।

ইন্ডিয়ার দেওয়া লক্ষ্যের জবাবে ফ্লোরিডায় ব্যাট হাতে দাঁড়াতেই পারলো না ক্যারিবিয়ানরা। আর্শদীপ, আভেস খান, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোইরা বল হাতে দাপট দেখাতে থাকেন প্রথম থেকেই। ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৩২ রানেই অল আউট হয়ে যায়। অধিনায়ক নিকোলাস পুরান(২৪) এবং রোভমেন পাওয়েল(২৪) দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন।

চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে জোড়া উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আভেস। ৩.১ ওভারে ১২ রান দিয়ে ৩ টি উইকেট নিয়েছেন আর্শদীপ। এছাড়াও জোড়া উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in