IND vs NZ Test: কানপুরে দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ১২৯ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড

ওপেনিং জুটিতে ভর করে দ্বিতীয় দিনের শেষে ১২৯ রান সংগ্রহ করে ফেলেছে টেস্টের বিশ্বচ্যাম্পিয়নরা। টম লেথাম এবং উইল ইয়ং খেলছেন দুরন্ত ছন্দে। দুজনের ব্যাটেই এসেছে অর্ধশতরান।
IND vs NZ Test: কানপুরে দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ১২৯ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড
ছবি ICC-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

কানপুরে অনবদ্য শুরু নিউজিল্যান্ডের। ওপেনিং জুটিতে ভর করে দ্বিতীয় দিনের শেষে ১২৯ রান সংগ্রহ করে ফেলেছে টেস্টের বিশ্বচ্যাম্পিয়নরা। টম লেথাম এবং উইল ইয়ং খেলছেন দুরন্ত ছন্দে। দুজনের ব্যাটেই এসেছে অর্ধশতরান। প্রথম দিনের শেষে ভারতের শ্রেয়স আইয়ার অপরাজিত ছিলেন ৭৫* রানে এবং রবীন্দ্র জাদেজা ৫০* রানে। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের দুই ওপেনারের উইল ইয়ং অপরাজিত রয়েছেন ৭৫* রানে এবং লেথাম অপরাজিত রয়েছেন ৫০* রানে। ভারতের প্রথম ইনিংসের স্কোর থেকে আর ২১৬ রান দূরে রয়েছে কিউইরা।

কানপুরে সাউদির বিধ্বংসী স্পেলে ৩৪৫ রানেই ভারতের প্রথম ইনিংস শেষ হয়। মধ্যাহ্ণভোজের বিরতির পরেই ভারতকে অল আউট করে কিউইরা। গতকাল প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলেছিলো ভারত। অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা(৫০*) ও শ্রেয়স আইয়ার(৭৫*)। দ্বিতীয় দিনের শুরুতেই রবীন্দ্র জাদেজা ফিরে যান ৫০ রানেই। ঋদ্ধিমান সাহা(১),অক্ষর প্যাটেলরা(৩) দাঁড়াতেই পারেননি সাউদির সামনে।

অভিষেক টেস্টে ভারতের হয়ে শতরান জুড়েছেন শ্রেয়স আইয়ার। ১৭১ বলে ১০৫ রান করে জল পানের বিরতির পরেই ফিরে যান তিনি। শ্রেয়সকে ফেরান সাউদি। প্রথম ইনিংসে ২৭.৪ ওভারে ৬টি মেডেন-সহ সাউদি ৬৯ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছেন। কাইল জেমিসন ৯১ রান খরচ করে পেয়েছেন তিন উইকেট।

ভারতের হয়ে দ্বিতীয় দিনে উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। পাঁচটি বাউন্ডারির মাধ্যমে ৫৬ বলে ৩৮ রান করেছেন তিনি। অশ্বিন ফিরে যান আজাজ প্যাটেলের বলে। উমেশ যাদব ১০* রানে অপরাজিত থাকেন।

IND vs NZ Test: কানপুরে দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ১২৯ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড
Pat Cummins: অস্ট্রেলিয়ার ১৪৪ বছরের ইতিহাসে এই প্রথম কোন পেসার টেস্ট দলের অধিনায়ক হলেন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in