IND vs ENG Test: সিরাজ-বুমরাহদের দাপটে লর্ডস টেস্টে অনবদ্য জয় অর্জন ভারতের

লর্ডসে আগুন ঝরালেন ভারতীয় বোলাররা। নাটকিয় ম্যাচে ১৫১ রানে দুরন্ত জয় অর্জন করলো ভারত। ম্যাচ ড্র করার লক্ষ্য নিয়ে ২৭২ রান তাড়া করতে নেমে ১২০ রানেই অল আউট হয়ে গেলো রুট বাহিনী।
IND vs ENG Test: সিরাজ-বুমরাহদের দাপটে লর্ডস টেস্টে অনবদ্য জয় অর্জন ভারতের
ছবি BCCI-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

লর্ডসে আগুন ঝরালেন ভারতীয় বোলাররা। নাটকিয় ম্যাচে ১৫১ রানে দুরন্ত জয় অর্জন করলো ভারত। ম্যাচ ড্র করার লক্ষ্য নিয়ে ২৭২ রান তাড়া করতে নেমে ১২০ রানেই অল আউট হয়ে গেলো রুট বাহিনী। লড়াই করেও ম্যাচ ড্র করতে পারেনি রুট বাহিনী। ভারতের বোলারদের দাপটে পঞ্চম দিনের শেষ পর্যন্ত দাঁড়াতেই পারলেন না ব্রিটিশরা। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪ টি উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। ৩ টি উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ। এছাড়াও ইশান্ত শর্মার ঝুলিতে আসে জোড়া উইকেট এবং শামি তুলেছেন ১ টি উইকেট।

পঞ্চম দিনে শুরুটা ভালো না হলেও ব্যাট হাতে ভারতকে এগিয়ে নিয়ে যান বাংলার স্পিডস্টার মহম্মদ শামি। সোমবার ঋষভ পন্থ ও ইশান্ত শর্মা বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেনি। ৮ উইকেট হারানোর পর ভারতের হাল ধরেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ। এই জুটি অপরাজিত ৮৯ রানের পার্টনারশিপ গড়েন। শামি অপরাজিত থাকেন ৫৬* রানে এবং বুমরাহ ৩৪* রানে।

ভারত ২৯৮ রানে ইনিংস ডিক্লিয়ার দেয়। ২৭২ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নামেন ব্রিটিশরা। কিন্তু শুরু থেকেই এই ম্যাচে দাপট দেখাতে শুরু করেন ভারতীয় পেসাররা। শুরুতেই দুই ওপেনার রোরি বার্নস এবং ডমেনিক সিবলে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের রাস্তা দেখেন। হাসিব হামিদও মাত্র ৯ রান করে আউট হয়ে ফিরে যান। জনি বেয়ারিস্টোর ব্যাটে আসে মাত্র দু রান।

একা রুট দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ। সঙ্গ দিয়েছিলেন জস বাটলার। তবে প্রথম ইনিংসে দুরন্ত শতরান করা রুট দ্বিতীয় ইনিংসে ৩৩ রান করে ফিরে যান। মিডিল অর্ডারে মঈন আলি(১৩), স্যাম কুরেনরা(০) চরম ব্যর্থ হন। জস বাটলার লড়াই করলেও দলের হার আটকাতে পারেননি। ২৫ রান করে ফিরে যান তিনি। অলি রবিনসনের(৯) পর জিমি অ্যান্ডারসনের(০) উইকেট পড়ার সাথে সাথেই ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায় ভারত।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in