IND vs AUS: ১৬৩ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস, অজিদের ইন্দোর টেস্ট জয়ের জন্য দরকার ৭৬ রান

প্রথম ইনিংসে ভারতকে ১০৯ রানে আটকে দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাগি গ্রিনরা তোলে ১৯৭ রান।
তৃতীয় টেস্ট জয়ের জন্য অজিদের দরকার ৭৬ রান
তৃতীয় টেস্ট জয়ের জন্য অজিদের দরকার ৭৬ রানছবি - ICC-র ট্যুইটার হ্যান্ডেল

নাগপুর এবং দিল্লিতে শোচনীয় পরাজয়ের পর স্মিথের নেতৃত্বে ইন্দোরে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ না জিতলেও অজিরা জয়ের দোরগোড়ায়। ইন্দোর টেস্ট জয়ের জন্য অস্ট্রেলিয়ার শেষ ইনিংসে প্রয়োজন মাত্র ৭৬ রান। বড় অঘটন না ঘটলে হোলকারের শহরে শেষ হাসি হাসবে হয়তো সফরকারীরাই।

প্রথম ইনিংসে ভারতকে ১০৯ রানে আটকে দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাগি গ্রিনরা তোলে ১৯৭ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত সংগ্রহ করে ১৬৩ রান। ভারতীয় ব্যাটারদের একাই নাস্তানাবুদ করেন অজি স্পিনার নাথান লিওন। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিজের ঝুলিতে ভরেন তিনি।

দ্বিতীয় দিনের শুরুটা ভালো করলেও উমেশ যাদব, অশ্বিনদের দাপটে ১৯৭ রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৮৮ রানের লীড পায় স্মিথরা। এরপর ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হারায় শুবমান গিলের উইকেট। ৫ রান করে নাথান লিওনের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান শুবমন।

অধিনায়ক রোহিত শর্মাও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ১২ রান করে লিওনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। বিরাট কোহলি (১৩) অল্প সময় বাইশ গজে থেকে ফিরে যান কুনম্যানের শিকার হয়ে। রবীন্দ্র জাদেজাও (৭) সম্পূর্ণরূপে ব্যর্থ হন।

একা দাঁড়িয়েছিলেন চেতেশ্বর পূজারা। শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে রান বাড়াচ্ছিলেন তিনি। তবে আইয়ার ২৬ রানের বেশি করতে পারলেন না। স্টার্কের বলে খোয়াজার হাতে ধরা পড়েন তিনি। অনবদ্য ক্যাচ নেন উসমান খোয়াজা। শ্রীকর ভারত (৩), অশ্বিন (১৬) ফেরেন লিওনের শিকার হয়ে।

লড়াকু অর্ধশতরান করে ফেরেন চেতেশ্বর পূজারা (৫৯)। অজি অধিনায়ক স্টিভ স্মিথ দুর্দান্ত ক্যাচ নিয়ে পূজারাকে ফেরান। উমেশ যাদব (০), মহম্মদ সিরাজ (০) রানের খাতা না খুলেই ফিরে যান। ১৫* রান করে শেষ পর্যন্ত একা দাঁড়িয়ে থাকেন অক্ষর প্যাটেল।

তৃতীয় টেস্ট জয়ের জন্য অজিদের দরকার ৭৬ রান
WPL 2023: দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে সদ্য বিশ্বকাপ জেতা অজি অধিনায়ক! সহ-অধিনায়ক জেমিমা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in