
ইন্দোরে বর্ডার গাভাসকার ট্রফির প্রথম ইনিংসে আধিপত্য দেখালেন অজি স্পিনাররা। ভারতকে বেঁধে ফেললো মাত্র ১০৯ রানেই। কুনম্যান-লিওন-মার্ফিদের সামনে দাঁড়াতেই পারলেন না কোনো ভারতীয় ব্যাটার। কুনম্যান নিলেন ৫ উইকেট। ৩ উইকেট পেলেন নাথান লিওন। মার্ফি নিয়েছেন একটি উইকেট।
মধ্যাহ্নভোজনের বিরতির পর ভারত ব্যাট করলো ৭.২ ওভার। এদিন শুরু থেকেই মুষড়ে পড়েছিল ভারতের টপ অর্ডার। দলগত স্কোর ২৭ রানের মাথায় রোহিত (১২) ফিরে যাওয়ার পর থেকেই ধস নামে। একে একে শুবমান (২১), পূজারা (১), জাদেজা (৪), শ্রেয়স আইয়াররা (০) ফিরে যান চরম ব্যর্থ হয়ে।
জল পানের বিরতির আগেই ৪৫ রানে ৫ উইকেট পড়ে যায় টিম ইন্ডিয়ার। বাইশ গজে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি, শ্রীকর ভারত। এই জুটি দলকে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মধ্যাহ্নভোজনের বিরতির আগেই সাজঘরের রাস্তা দেখেন দুজনেই। টড মার্ফির বলে এলবিডব্লিউ হয়ে যান বিরাট (২২)। ভরতকে (১৭) ফেরান লিওন।
মধ্যাহ্নভোজনের বিরতিতে যাওয়ার আগে ভারতের স্কোর ছিল ৮৪ রানে ৭ উইকেট। ৮৮ রানের মাথায় ফিরে যান অশ্বিন (৩)। এরপর উমেশ যাদব ১৩ বলে ১৭ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলের স্কোর ১০০ পার করলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি ভারতের ইনিংস। উমেশ ফিরে যাওয়ার পরেই রান আউট হয়ে যান সিরাজ। ১০৯ রানেই শেষ হয় প্রথম ইনিংস।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন