Gerd Mueller: জার্মান কিংবদন্তী ফুটবলার গার্ড মূলার প্রয়াত

প্রয়াত কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার। ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখের তরফ থেকে বিশ্বকাপজয়ী এই জার্মান ফুটবলারের মৃত্যু সংবাদ নিশ্চিত ‌করা হয়েছে।
গার্ড মূলার
গার্ড মূলারছবি ইটালিয়ান ফুটবল টিভি ট্যুইটারের সৌজন্যে

প্রয়াত কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার। ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখের তরফ থেকে বিশ্বকাপজয়ী এই জার্মান ফুটবলারের মৃত্যু সংবাদ নিশ্চিত ‌করা হয়েছে। মৃত্যুকালে মুলারের বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা ফুটবলজগৎ।

রবিবার বায়ার্ন মিউনিখের তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, আজ বায়ার্ন ক্লাব এবং তার ফ‍্যানদের কাছে একটি দুঃখজনক দিন, কালো দিন। প্রয়াত হয়েছেন গার্ড মুলার। ক্লাবের ইতিহাসে এবং আমাদের স্মৃতিতে সবসময় উজ্জ্বল হয়ে থাকবেন গার্ড মুলার।"

নিজের ফুটবল কেরিয়ারের একটি দীর্ঘ সময় বায়ার্ন মিউনিখে কাটিয়েছেন গার্ড মুলার। ১৯৬৪ সালে এই ক্লাবে নাম লেখান তিনি। ক্লাবের হয়ে তিনি মোট ৬০৭টি ম‍্যাচ খেলেছেন এবং গোল করেছেন ৫৬৬টি। এরমধ্যে কেবলমাত্র বুন্দেসলিগাতেই গোল করেছেন ৩৬৫টি। বায়ার্নের হয়ে ১৯৭১-৭২ মরশুমে ৮৫টি গোল করেছিলেন তিনি, যা দীর্ঘদিন রেকর্ড ছিল।

নিজের গোটা কেরিয়ারে মোট ৭৮০টি ম‍্যাচ খেলেছেন তিনি এবং গোল করেছেন ৭১১টি। ১৯৭০ এবং ১৯৭৪ সালের বিশ্বকাপে জার্মানির হয়ে অংশগ্রহণ করেন মুলার। দুটি বিশ্বকাপ মিলিয়ে মোট ১৩টি ম‍্যাচ খেলেছিলেন তিনি। ১৪টি গোল করেছিলেন। দীর্ঘ ৩২ বছর তাঁর এই রেকর্ড বজায় ছিল। ১৯৭৪ সালে জয়সূচক গোল করে জার্মানিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন এই কিংবদন্তী। এছাড়াও ১৯৭২ সালে জার্মানিকে ইউরো কাপ জেতানোর পিছনে প্রধান ভূমিকা ছিল মুলারের।

২০১৫ সালে অ‍্যালঝাইমারে আক্রান্ত হন মুলার। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। দীর্ঘদিন রোগের সাথে লড়াই করে রবিবার ভোরে চিরঘুমের দেশে পাড়ি দেন তিনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in