French Open: দুরন্ত ছন্দে শেষ ১৬য় রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ

তৃতীয় রাউন্ডে নাদাল হারিয়েছেন ব্রিটেনের ক্যামেরন নরিকে। অন্যদিকে ১৯ টি গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে নামা জকোভিচ হারিয়েছেন লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরাঙ্কিসকে।
নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল
নোভাক জকোভিচ ও রাফায়েল নাদালছবি রোলাঁ গারো ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ফ্রেঞ্চ ওপেনে দুরন্ত ছন্দে রয়েছেন 'স্প্যানিশ বুল' রাফায়েল নাদাল এবং সার্বিয়ান নম্বর ওয়ান নোভাক জোকোভিচ। দুজনেই প্রবেশ করেছেন রোলাঁ গারোর চতুর্থ রাউন্ড অর্থাৎ শেষ ১৬ তে। তৃতীয় রাউন্ডে নাদাল হারিয়েছেন ব্রিটেনের ক্যামেরন নরিকে। অন্যদিকে ১৯ টি গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে নামা জকোভিচ হারিয়েছেন লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরাঙ্কিসকে।

ফ্রেঞ্চ ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল রোলাঁ গারোতে এই নিয়ে ১৬ বার চতুর্থ রাউন্ডে উঠলেন। স্প্যানিশ তারকার ঝুলিতে রয়েছে ১৩ টি রোলাঁ গারো টাইটেল। এবার গ্র্যান্ডস্ল্যাম জিতলে ১৪ টি ফ্রেঞ্চ ওপেন এবং রজার ফেডেরারকে টপকে রেকর্ড ২১ টি গ্র্যান্ডস্ল্যাম জিতবেন রাফা। টুর্নামেন্টের তৃতীয় বাছাই নাদাল তৃতীয় রাউন্ডে ব্রিটেনের ক্যামেরন নরিকে ৬-৩, ৬-৩, ৬-৩ সেটে পরাজিত করেছেন। প্যারিসে এটি নাদালের ১০৩ তম জয়। ২০০৫ সালে অভিষেক ঘটার পর মাত্র ২ টি হার দেখতে হয়েছে তাঁকে।

অন্যদিকে, ১৯ টি গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে নামা জকোভিচ হারিয়েছেন লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরাঙ্কিসকে। খেলার ফলাফল জোকারের পক্ষে ৬-১, ৬-৪, ৬-১। এই জয়ের সাথে সাথেই রজার ফেডেরার এবং রাফায়েল নাদালকে টপকে টানা ১২ বার ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছালেন সার্বিয়ান নম্বর ওয়ান। ২০০৫ থেকে ২০১৬ পর্যন্ত টানা ১১ বার রোলাঁ গারোর শেষ ১৬ তে পৌঁছেছিলেন নাদাল এবং ফেডেরার।

চতুর্থ রাউন্ডে নাদালের প্রতিপক্ষ ইতালিয়ান তরুণ জান্নিক সিন্নের। দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন জয়ের লক্ষ্যে চতুর্থ রাউন্ডে জকোভিচ খেলবেন ইতালির লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in