French Open 2021: টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন নাওমি ওসাকা

ফ্রেঞ্চ ওপেন ২০২১ থেকে নিজেকে সরিয়ে নিলেন নাওমি ওসাকা। গতকাল এই সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন। ফ্রেঞ্চ ওপেন গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় তাঁর মিডিয়া বয়কটের সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিলো।
নাওমি ওসাকা
নাওমি ওসাকানাওমি ওসাকার ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ফ্রেঞ্চ ওপেন ২০২১ থেকে নিজেকে সরিয়ে নিলেন নাওমি ওসাকা। গতকাল রাতে তাঁর এই সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন। এবারের ফ্রেঞ্চ ওপেন গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় নাওমি ওসাকার মিডিয়া বয়কটের সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিলো। যার জেরে ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ তাঁকে ১৫ হাজার ইউ এস ডলার জরিমানা করে। এরপরেই নাওমি ওসাকার এই তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত।

নিজেকে ফ্রেঞ্চ ওপেন থেকে সরিয়ে নেবার কারণ হিসেবে গতকাল রাতে ওসাকা জানিয়েছেন তিনি দীর্ঘ সময় ধরে মানসিক অবসাদে ভুগছেন এবং কিছুদিন কোর্ট থেকে দূরে থাকতে চাইছেন।

ট্যুইটারে ওসাকা লেখেন – এই টুর্নামেন্টের জন্য সবথেকে ভালো জিনিস এটাই যে আমার এবং অন্যান্য খেলোয়াড়দের জন্য এটা ভালো হল যে সকলেই এবার প্যারিসের টেনিসে মনোনিবেশ করতে পারবে।

২৩ বছর বয়সী বিশ্ব র‍্যাঙ্কিং-এ দুই নম্বরে থাকা ওসাকাকে গত রবিবার ১৫ হাজার ডলার ফাইন করা হয় এবং তাঁকে প্রতিযোগিতা থেকে বের করে দেবার হুমকিও দেওয়া হয়। ফেঞ্চ ওপেনের নিয়মমত প্রথম রাউন্ড ম্যাচের পর তিনি মিডিয়ার সঙ্গে কথা বলতে অস্বীকৃত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয় ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ। যদিও এরপরেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন নাওমি ওসাকা।

গতকাল নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে ওসাকা আয়োজকদের উদ্দেশ্যে বলেন – আমি এই ঘটনাকে পূর্বসম্পর্কিতভাবে ঘোষণা করেছি কারণ আমার মনে হয় যে যেসব নিয়ম এখানে চালু আছে তা অনেক পুরোনো এবং আমি সেই বিষয়টাকে সামনে তুলে আনতে চাই।

নাওমি ওসাকা ফ্রেঞ্চ ওপেন শুরুর আগেই বলেছিলেন তিনি কোনো সাংবাদিক সম্মেলন করবেন না। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই এর কারণ হিসেবে বলেছিলেন মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য তিনি কোনো সাংবাদিক সম্মেলন করবেন না। এদিকে গ্র্যান্ড স্ল্যামের তরফ থেকে জানানো হয়, ওসাকা একইভাবে সাংবাদিক সম্মেলন বর্জন করতে থাকলে রোলাঁ গারো থেকে ছিটকে যাবে। সেইসঙ্গে অন্যান্য গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট থেকে সাময়িক বরখাস্ত হতে পারেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in