ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত প্রাক্তন ফিফা রেফারি সুমন্ত ঘোষ

প্রি-বিশ্বকাপ, প্রি-অলিম্পিক, এএফসি কাপ চ্যাম্পিয়নশিপ, নেহেরু কাপ, সাফ কাপের মতো বড় বড় টুর্নামেন্টের ম্যাচে রেফারির হিসেবে ছিলেন সুমন্ত।
প্রয়াত প্রাক্তন ফিফা রেফারি সুমন্ত ঘোষ
প্রয়াত প্রাক্তন ফিফা রেফারি সুমন্ত ঘোষপ্রতীকী ছবি সংগৃহীত

প্রয়াত ভারতের প্রাক্তন ফিফা রেফারি সুমন্ত ঘোষ। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বৃহস্পতিবার কলকাতায় নিজের বাসভবনে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা তথা ভারতের ফুটবল মহলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

বেশ কয়েকদিন ধরেই শারীরিক অবস্থার অবনতি ঘটে সুমন্তর। আজ ভোর তিনটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নব্বই দশকে রেফারিদের মধ্যে সুমন্ত ঘোষ ছিলেন বেশ জনপ্রিয়। ফিফা স্বীকৃত একাধিক ম্যাচ পরিচালনা করেছেন তিনি। প্রি-বিশ্বকাপ, প্রি-অলিম্পিক, এএফসি কাপ চ্যাম্পিয়নশিপ, নেহেরু কাপ, সাফ কাপের মতো বড় বড় টুর্নামেন্টের ম্যাচে রেফারির হিসেবে ছিলেন সুমন্ত।

১৯৫২ সালের ১০ এপ্রিল জন্মগ্রহণ করেন সুমন্ত ঘোষ। রেফারি হিসেবে কর্মজীবন শুরু করেন ১৯৯০ সালে। সাতবছর তিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে অবসর নেন। অবসর নেওয়ার পর রেফারিদের প্রশিক্ষক এবং এআইএফএফ ম্যাচ কমিশনার হয়ে রেফারিংয়ের সাথে যুক্ত ছিলেন।

সুমন্ত ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তিনি বলেন, "শুনে সত্যিই খুব খারাপ লাগছে যে সুমন্ত-দা আর নেই। তিনি ভারতের রেফারি ছিলেন এবং খেলায় তাঁর অমূল্য অবদান সর্বদা আমাদের সাথে থাকবে। আমি তাঁর পরিবারের সাথে শোক প্রকাশ করছি।"

এআইএফএফ-এর সেক্রেটারি জেনারেল শাজি প্রভাকরণ বলেন, "সুমন্ত ঘোষ একজন শীর্ষ-শ্রেণীর রেফারি, একজন বিজ্ঞ প্রশিক্ষক এবং ম্যাচ কমিশনার ছিলেন। ফুটবল জগত তাঁকে মিস করবে। তাঁর আত্মা শান্তিতে থাকুক।"

প্রয়াত প্রাক্তন ফিফা রেফারি সুমন্ত ঘোষ
বিজ্ঞানে গবেষণার ক্ষেত্রে কয়েকশো পুরস্কার বাতিলের পথে মোদী সরকার!
প্রয়াত প্রাক্তন ফিফা রেফারি সুমন্ত ঘোষ
Indian Super League 2022: ১০ অক্টোবর প্রথম ম্যাচ ATK-র, দেখুন মেরিনার্সদের পূর্ণাঙ্গ সূচী ও স্কোয়াড
প্রয়াত প্রাক্তন ফিফা রেফারি সুমন্ত ঘোষ
পার্ক দেস প্রিন্সেসে বর্ণবিদ্বেষী আক্রমণ! নেইমার-রিচার্লিসনের দিকে ছোঁড়া হলো কলা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in